আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের দ্বিতীয় দফা বিতর্ক হবে আগামী সেপ্টেম্বর মাসে। বাইডেন নিজে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, 'আগামী সেপ্টেম্বরে ফের তার (ট্রাম্পের) সঙ্গে বিতর্ক হবে আমার। দিন এখনো নির্ধারিত হয়নি, আমরা পারস্পরিক সিদ্ধান্তের ভিত্তিতে একটি দিন ঠিক করে নেবো।' তথ্যসূত্র : রয়টার্স, এএফপি
দেশটির সংবিধান অনুযায়ী, একজন নাগরিক সর্বোচ্চ দুই বার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন। ২০১৬ সালে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথমবারের দেশের প্রেসিডেন্ট হন ট্রাম্প। আবার ২০২০ সালের নির্বাচনে ট্রাম্পকে পরাজিত করা জো বাইডেনও তার রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমবারের মতো আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন।
আগামী ৫ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হবে। সেই নির্বাচনেও দুই প্রধান দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প ও বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম 'সিএনএন'র আমন্ত্রণে গত ২৮ জুন প্রথম নির্বাচনী বিতর্কে নামেন তারা। বিতর্কে দেশের অর্থনীতি সামলানো, পররাষ্ট্রনীতির রেকর্ড ও ব্যাপক সংখ্যক অভিবাসী আগমন ইসু্যতে বাইডেনের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। কিন্তু স্পষ্ট ও আত্মবিশ্বাসপূর্ণ যুক্তি দিয়ে সেসব সমালোচনা খন্ডন করতে অনেকাংশে ব্যর্থ হন বাইডেন। তাকে বেশ ক্লান্তও দেখা যাচ্ছিল সে সময়।
বিতর্কের পর তাৎক্ষণিক এক জরিপে জানা গেছে, বিতর্ক অনুষ্ঠানটি দেখেছেন- এমন দর্শকদের মধ্যে ৬৭ শতাংশই আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে চান। ওই বিতর্কের পর বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার ইসু্যতে নতুন করে আলোচনা শুরু হয় ডেমোক্রেটিক পার্টিতে।
এদিকে, ডেমোক্রেটিক পার্টিতে যখন বাইডেনের প্রার্থিতা নিয়ে তুমুল আলোচনা চলছে, সে সময়ই গত শনিবার আমেরিকার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে নির্বাচনী প্রচারণাসভায় বক্তব্য দিতে গিয়ে গুলির আঘাত পান ট্রাম্প। ৭৮ বছর বয়সী ট্রাম্পকে যে আততায়ী গুলি করেছেন, তিনি নিজেও পরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন। আততায়ী সেই তরুণ রিপাবলিকান পার্টির সমর্থক ছিলেন বলে বলছে পুলিশের নথি।
ট্রাম্পের চেয়ে মাত্র তিন বছরের বড়
আমি : মার্কিন প্রেসিডেন্ট
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজেকে যোগ্য বলে দাবি করেছেন। 'এনবিসি নিউজ'কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই ডেমোক্রেট নেতা বলেছেন, তিনি শারীরিক ও মানসিকভাবে ভালো আছেন।
সোমবার হোয়াইট হাউসে বসে এনবিসি নিউজের উপস্থাপক লেস্টার হোল্টকে বাইডেন বলেন, 'আমি বুড়ো ঠিক আছে। কিন্তু প্রথম কথা হলো আমি তো ট্রাম্পের চেয়ে মাত্র তিন বছরের বড়। আর দ্বিতীয় কথা হলো আমার মানসিক সক্ষমতা বেশ ভালো।' বাইডেন আরও বলেন, 'আমি বুঝি মানুষ কেন বলে যে 'হে ঈশ্বর, তার বয়স ৮১ বছর। হায় হায়। তার বয়স যখন ৮৩ কিংবা ৮৪ বছর হবে, তখন কী অবস্থা হবে?' এটা যুক্তিসংগত একটি প্রশ্ন।'
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ভালো করতে না পারায় বেশ চাপের মধ্যে আছেন বাইডেন। অনেকে তার বয়স ও মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন। ডেমোক্রেটিক পার্টির এ নেতার প্রেসিডেন্ট হিসেবে আরেক মেয়াদে দায়িত্ব পালন করার মতো সক্ষমতা আছে কি-না, তা নিয়ে প্রশ্ন উঠছে। এমন অবস্থায় বাইডেনের প্রতি সমর্থকদের আস্থা বাড়াতে হোয়াইট হাউসের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার দ্বিতীয়বারের মতো টিভি সাক্ষাৎকার দিয়েছেন বাইডেন। গত শনিবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হওয়ার আগেই এই টিভি সাক্ষাৎকারের বিষয়টি ঘোষণা করা হয়েছিল।