রাজনৈতিক মতাদর্শের মেরামত প্রয়োজন, মন্তব্য মেলানিয়ার

প্রকাশ | ১৬ জুলাই ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। আমেরিকানদের উদ্দেশে একটি খোলাচিঠিতে তিনি লিখেছেন, 'রাজনৈতিক মতাদর্শের মেরামত করা প্রয়োজন। ভালোবাসার প্রতি আরও জোর দিতে হবে আমাদের।' তথ্যসূত্র : রয়টার্স নিজের এক্স হ্যান্ডলে একটি বিবৃতিতে মেলানিয়া বলেন, 'আমাদের মনে রাখা উচিত মতামতের ভিন্নতা, নীতি, রাজনৈতিক খেলা কোনোটিই ভালোবাসার ঊর্ধ্বে নয়।' তিনি লিখেছেন, 'ডোনাল্ডকে যখন গুলির আঘাতে পড়ে যেতে দেখছি, তখন অনুভূতি হলো, আমার এবং ব্যারনের জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। ওর সঙ্গে আমি জীবনের সেরা মুহূর্ত কাটিয়েছি। খারাপ সময়ও আমরা একসঙ্গে ছিলাম।' সিক্রেট সার্ভিসের সাহসী এজেন্টদের অনেক ধন্যবাদ। নিজেদের জীবন বিপন্ন করে তারা আমার স্বামীকে বাঁচিয়েছেন।' সবশেষে মেলানিয়া লিখেছেন, 'আমরা সবাই এমন একটি পৃথিবী চাই, যেখানে সম্মান সর্বাগ্রে, পরিবার সবার প্রথমে থাকবে এবং ভালোবাসায় ভরা। পরিবর্তনের হাওয়া বইতে শুরু করছে। যারা এই খারাপ সময়ে আমাদের সমর্থন জানিয়েছেন, রাজনৈতিক গন্ডি পেরিয়ে যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের ধন্যবাদ।'