ভারতের উত্তরপ্রদেশ
'অতিরিক্ত আত্মবিশ্বাসেই হোঁচট খেতে হয়েছে বিজেপিকে'
প্রকাশ | ১৬ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
অতিরিক্ত আত্মবিশ্বাসেই ভারতের উত্তরপ্রদেশে হোঁচট খেতে হয়েছে বিজেপিকে। সেজন্যই সাধারণ নির্বাচনে আশানুরূপ ফল হয়নি 'পদ্ম শিবির'র। লোকসভা নির্বাচনের পর রোববার আয়োজিত উত্তরপ্রদেশ বিজেপির কার্যকরী কমিটি সভায় এ কথাগুলো বলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আক্ষেপের সুরে তিনি বলেছেন, ভোটের আগে যে বিরোধীরা কার্যত হেরে বসেছিল, ফল প্রকাশের পর তারা 'নেচে' বেড়াচ্ছে। তথ্যসূত্র : এবিপি নিউজ
আশানুরূপ ফল না হওয়ার জন্য রাজ্য প্রশাসনের আমলা মহলে বড়সড় রদবদল করেছেন যোগী। ১০ জন আইএএস অফিসারকে বদলি করা হয়েছে। তার মধ্যে রয়েছেন অযোধ্যার জেলা প্রশাসকও। বিরোধীদের কটাক্ষ, ভোটে হারের দায় আমলাদের ওপর চাপাতে চাইছে বিজেপি।
২০১৪ সাল থেকে হিন্দি বলয়ের সবচেয়ে বড় রাজ্যে বিজেপি যে 'বিজয়রথ' ছুটিয়েছিল, তা ধাক্কা খেয়েছে এবারের লোকসভা নির্বাচনে। ২০১৯ সালের জেতা ৬২টি আসন থেকে এবার তাদের আসন সংখ্যা নেমে গেছে ৩৩টিতে। আর সমাজবাদী পার্টি ৩৭টি এবং কংগ্রেসের দখলে গেছে ছয়টি আসন।
উত্তরপ্রদেশে এই ধাক্কার জেরে নরেন্দ্র মোদিকে এবার জোটনির্ভর হয়ে ক্ষমতায় বসতে হয়েছে। 'গো বলয়ের' প্রধান রাজ্যে এই ফলের জন্য যোগী দায়ী করেছেন দলীয় নেতাকর্মীদের অতিরিক্ত আত্মবিশ্বাসকে। লক্ষ্নৌয়ে রামমনোহর লোহিয়া জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে হওয়া সভায় তিনি বলেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ২০১৪, ২০১৭, ২০১৯ এবং ২০২২ সালে (লোক ও বিধানসভা নির্বাচন) রাজ্যে আমরা অসাধারণ সাফল্য পেয়েছিলাম। ২০১৪ সালের পরের নির্বাচনগুলোয় আমরা যত শতাংশ ভোট পেয়েছিলাম, এবারও তার কাছাকাছি আমরা পেয়েছি। কিন্তু কিছু ভোট অন্যদিকে চলে যাওয়া এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আমাদের নির্বাচনী প্রত্যাশা বড় ধাক্কা খেয়েছে।'
সভায় এমপি, বিধায়ক, রাজ্যের নেতারা এবং জেলা পরিষদের সভাপতিসহ তিন হাজার বিজেপি নেতাকর্মী ছিলেন। তাদের সামনে যোগী বলেছেন, 'নির্বাচনের আগেই আমাদের বিরোধীরা হেরে গিয়েছিল। কিন্তু আজ তারা আমাদের চারদিকে নেচে বেড়াচ্ছে।'