ট্রাম্পকে হত্যার চেষ্টা
শান্ত ছেলেটা কীভাবে এটা করল কেউ বুঝতেই পারছেন না
বাবার বন্দুক দিয়ে ট্রাম্পকে গুলি করে থমাস ম্যাথিউ
প্রকাশ | ১৬ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
স্বভাব-শান্ত ছেলেটা কীভাবে এই কাজ করে ফেলল, তা বুঝতেই পারছেন না ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো তরুণের পরিবার। ওই আততায়ীর বাবা ম্যাথিউ ক্রুক আমেরিকার সংবাদমাধ্যম 'সিএনএন'-কে জানিয়েছেন কীভাবে তাদের ছেলে এই কাজ করল তা বোঝার চেষ্টা করছেন। প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা না বলা পর্যন্ত তিনি সবিস্তারে কিছু বলতে চান না বলেও জানান। তরুণটির মামাও এখনো ধোঁয়াশায় রয়েছেন। তথ্যসূত্র : রয়টার্স, এনবিসি
তবে ট্রাম্পের সভায় হামলা চালানো ওই তরুণ টমাস ম্যাথিউ ক্রুককে যারা ছোটবেলা থেকে চেনেন, তারা জানিয়েছেন, ছোট থেকেই একা থাকতে ভালোবাসতেন তিনি। স্কুলে তার কয়েকজন সহপাঠী সিএনএন-কে জানিয়েছেন, কারও সঙ্গেই মিশতে চাইতেন না ম্যাথিউ। রাজনীতিতেও তার কোনো রকম উৎসাহ ছিল না। এই স্বভাবের জন্য ক্লাসের অন্য সহপাঠীরা তাকে উত্ত্যক্ত করত বলে জানানো হয়েছে। এক সহপাঠীর কথায়, 'আমি তো ভাবতেই পারছি না ম্যাথিউ এই কাজ করেছে। ওর মতো শান্ত, মুখচোরা ছেলে এটা করল কীভাবে?'
ম্যাথুর বাবা এবং মা দু'জনই আচরণ সংক্রান্ত কাউন্সেলিং করে থাকেন। তাদের ছেলের মধ্যেও আচরণগত কোনো পরিবর্তন, তারা লক্ষ করেছিলেন কি-না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। যদিও এখনই বিস্তারিতভাবে মুখ খুলতে চায়নি তরুণের পরিবার।
বাবার বন্দুক দিয়ে ট্রাম্পকে গুলি করে থমাস ম্যাথিউ
মার্কিন ফেডারেল তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করার ঘটনাটি ছিল একটি 'হত্যা চেষ্টা'। স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) রাতে পেনসিলভানিয়ায় এক সমাবেশে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলার পর হামলাকারীর নাম প্রকাশ করেছে তদন্তকারী সংস্থা এফবিআই। তার নাম থমাস ম্যাথিউ ক্রুকস। তার বয়স মাত্র ২০ বছর।
আমেরিকার আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করতে ক্রুকস যে বন্দুকটি ব্যবহার করেছিলেন সেটি কিনেছিলেন তার বাবা। তবে সে সামরিক কোনো কর্মকান্ডে কখনো নিয়োজিত ছিল না বলে পেন্টাগন জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা জানিয়েছেন, ক্রুকসের বাবা অন্তত ছয় মাস আগে এই অস্ত্রটি কিনেছিলেন।
শনিবার রাতে এক ব্রিফিংয়ে এফবিআই পিটার্সবার্গের বিশেষ এজেন্ট কেভিন রোজেক বলেন, তার 'মোটিভ' কী ছিল সেটি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে ঠিক কী ঘটেছে, এটির তদন্ত কয়েক মাস ধরেও চলতে পারে। তদন্তকারী কর্মকর্তারা এটি নিয়ে অক্লান্তভাবে কাজ করবে। টমাস ক্রুকস নামে ওই তরুণের কাছে কোনো ধরনের আইডি কার্ড ছিল না। যে কারণে তার পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল বলে জানিয়েছে এফবিআই।
তিনি পেনসিলভেনিয়ার বেথেল পার্কে থাকতেন। যা বাটলার থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরত্বে। ক্রুকস ২০২২ সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন শেষ করে বলে এক বিবৃতিতে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। রাষ্ট্রের ভোটার কার্ডের তথ্য অনুযায়ী, হামলাকারী ক্রুকস তালিকাভুক্ত রিপাবলিকান দলের সদস্য ছিলেন। হামলাকারী ক্রুকসের পরিচয় প্রকাশের পর পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা তার উদ্দেশ্য জানার চেষ্টা করছে।