জাতির উদ্দেশে ভাষণ
রাজনীতি কখনই যুদ্ধক্ষেত্র হওয়া উচিত নয় :বাইডেন
যতই উচ্চ ঝুঁকি থাকুক না কেন রাজনীতিকে সহিংসতার পর্যায়ে নামানো উচিত নয়
প্রকাশ | ১৬ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। এর মধ্যে শনিবার রিপাবলিকান দলে থেকে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় রাজনৈতিক সহিংসতা বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট জো বাইডেন রোববার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে আমেরিকানদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তথ্যসূত্র : বিবিসি, রয়টার্স
বাইডেন বলেন, রাজনীতিতে তীব্র মতবিরোধ ও উচ্চ অংশীদারিত্ব থাকবে। তবে এটি কখনোই যুদ্ধক্ষেত্র বা হত্যার ক্ষেত্র হওয়া উচিত নয়।
শান্তি ও ঐক্যের আহ্বান দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার ভাষণ শুরু করেন। তিনি বলেন, যতই উচ্চ ঝুঁকি থাকুক না কেন, যত আবেগই থাকুক না কেন, রাজনীতিকে সহিংসতার পর্যায়ে নামানো উচিত নয়। তিনি বলেন, 'হঁ্যা, আমরা গভীরভাবে তীব্র মতবিরোধ অনুভব করেছি। এই নির্বাচনে অংশীদারিত্ব অনেক বেশি। এই নির্বাচনের মাধ্যমে আগামী কয়েক দশকের জন্য আমেরিকা এবং বিশ্বের ভবিষ্যৎ গঠন হতে চলেছে।'
মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'কিন্তু রাজনীতি কখনোই আক্ষরিকভাবে যুদ্ধক্ষেত্র বা সৃষ্টিকর্তা না করুক, হত্যার ক্ষেত্র হওয়া উচিত নয়। আমি বিশ্বাস করি, রাজনীতি শান্তিপূর্ণ বিতর্কের ক্ষেত্র হওয়া উচিত... আমরা এমন একটি আমেরিকার পক্ষে দাঁড়িয়েছি, যেখানে চরমপন্থা ও ক্রোধ নয়, বরং শালীনতা ও অনুগ্রহ থাকবে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আমাদের সবারই এখন পরীক্ষার সময়।' তিনি আরও বলেন, 'বাধাটা যত বেশি হবে, আবেগ ততো বেশি উদগ্রীব হবে। এই বিষয়টি আমাদের প্রত্যেকের ওপরই অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেয় যাতে, এটিই নিশ্চিত করা যায় যে, আমাদের দঢ় বিশ্বাস, যতই শক্তিশালী হোক না কেন, তা যেন কখনোই সহিংসতায় পরিণত না হয়।'
বুলেটের মাধ্যমে নয়, ব্যালট বাক্সে মতপার্থক্য মিটিয়ে নেওয়ারও আবেদন জানান জো বাইডেন। তিনি বলেন, 'আমেরিকাকে পরিবর্তন করার ক্ষমতা সর্বদা জনগণের হাতেই থাকা উচিত, কোনো হত্যাকারীর হাতে নয়।'
ট্রাম্পের প্রাণনাশের চেষ্টার ফের নিন্দা জানিয়ে তিনি গত কয়েক বছরের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু সহিংসতার কথা উলেস্নখ করেন। এর মধ্যে ২০২১ সালে ট্রাম্পের সমর্থকদের মার্কিন ক্যাপিটলে হামলা, ২০২০ সালে মিশিগানের গভর্নরকে অপহরণের চক্রান্ত এবং ২০২২ সালে মার্কিন প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ডেমোক্রেট ন্যান্সি পোলেসির স্বামীর ওপর হামলা উলেস্নখযোগ্য। বাইডেন বলেন, 'এই দেশে রাজনৈতিক বাগাড়ম্বর অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। এখন সময় এটি ঠান্ডা করার। এটি করা আমাদের সবার দায়িত্ব।'
মার্কিনিদের উদ্দেশে সাত মিনিটের কম সময় ভাষণ দেন বাইডেন। দেশটির প্রধান প্রধান নিউজ চ্যানেলে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়েছে। এমনকি রক্ষণশীল টিভি চ্যানেল 'ফক্স নিউজে'ও তার ভাষণ সরাসরি সম্প্রচারিত হয়েছে। ওভাল অফিস থেকে বাইডেনের বক্তব্য দেওয়ার ঘটনা বেশ বিরল।