নেতানিয়াহুর পদত্যাগ চাইছেন ৭২ শতাংশ ইসরাইলি
প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ইসরাইলের ৭২ ভাগ মানুষ মনে করেন, ৭ অক্টোবর ব্যর্থতার জেরে নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। 'চ্যানেল ১২-এর এক জরিপে ফলের ভিত্তিতে শনিবার জানানো হয়, ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে ৪৪ শতাংশ মনে করেন, নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার, অন্য ২৮ শতাংশ মনে করেন, যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত। তথ্যসূত্র : টাইমস অব ইসরাইল
জরিপে দেখা গেছে, যারা নিজেদের সরকারের সমর্থক হিসেবে মনে করেন, তাদের মধ্যে ৫০ শতাংশ বিশ্বাস করেন- নেতানিয়াহুকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছেড়ে দিতে হবে। ৪২ শতাংশ সমর্থক বলেছেন, তার মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত।
ইসরাইলি জনসাধারণ নেতানিয়াহুকে ৭ অক্টোবরের বিপর্যয়ের জন্য সবচেয়ে বেশি দায়ী বলে মনে করছেন। ওইদিন প্রায় হামাস যোদ্ধারা ইসরাইলে হামলা চালায়। এ সময় প্রায় এক হাজার ২০০ ইসরাইলি নিহত হয় ও ২৫১ জনকে পণবন্দি করে হামাস।
২৯ শতাংশ ইসরাইলি বলেছেন, ৭ অক্টোবরের বিপর্যয়ের জন্য নেতানিয়াহু সবচেয়ে বেশি দায়ী।