ইমরান খান ও বুশরা বিবি নতুন মামলায় গ্রেপ্তার

প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
বুশরা বিবি ও ইমরান খান -ফাইল ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে তোশাখানা উপহার-সংক্রান্ত নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে জাতীয় জবাবদিহি বু্যরো (এনএবি)। এর ঘণ্টাখানেক আগে শনিবার ইদ্দত মামলায় খালাস পেয়েছিলেন তারা। ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আফজাল মাজোকা মামলা থেকে খালাস দেওয়ার জন্য এই দম্পতির আবেদন গ্রহণ করেন। এনএবির উপ-পরিচালক মহসিন হারুনের নেতৃত্বে একটি দল আদিয়ালা কারাগার থেকে ইমরান খান ও বুশরা বিবিকে গ্রেপ্তার করে। মামলার তদন্ত করতে উভয়কেই এই কারাগারেই জিজ্ঞাসাবাদ করা হবে। অবশ্য নতুন এই মামলায় বুশরা বিবিকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন পিটিআই নেতা ও সমর্থকরা। চলতি বছরের ফেব্রম্নয়ারিতে নির্বাচনের আগে তাদের বিয়ে বেআইনি বলে প্রমাণিত হওয়ার পর বিচারিক আদালত তাদের সাত বছরের কারাদন্ড ও প্রত্যেককে পাঁচ লাখ রুপি করে জরিমানা করেছিলেন। ২০১৮ সালের ফেব্রম্নয়ারিতে লাহোরে বুশরা বিবিকে বিয়ে করেছিলেন ইমরান খান। অনুষ্ঠানে কনের মা, বন্ধু-বান্ধবসহ নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। গত বছর বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা আদালতে অভিযোগ জানান, ইমরান ও বুশরার বিয়েটি অবৈধ ও শরিয়া আইনের বিরুদ্ধে। বুশরার তিন মাসের ইদ্দত শেষ হওয়ার আগেই এ বিয়ে হয়েছে। পাশাপাশি মানেকা তাদের বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগও এনেছিলেন। শনিবার ২৮ পৃষ্ঠার রায়ে বিচারক মাজোকা বুশরা বিবির সাবেক স্বামী খাওয়ার মানেকার অভিযোগ প্রত্যাখ্যান করেন। তাদের বিরুদ্ধে জালিয়াতিভাবে নিকাহ ও ব্যভিচারের অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি। গত বছরের ৯ মে'র সহিংসতার ঘটনায় ইমরান খান ও তার হাজার হাজার সমর্থকের বিরুদ্ধে দায়ের করা এক মামলায় গত সপ্তাহে জামিন বাতিল করে ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত। তবে ইমরান খানের কারাগারে বন্দিদশা দীর্ঘায়িত করতেই জামিন বাতিলের এই আদেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে পিটিআই। তথ্যসূত্র : ডন