মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

গাজায় হেপাটাইটিসে আক্রান্ত ৭০ হাজারের বেশি মানুষ

যাযাদি ডেস্ক
  ১৪ জুলাই ২০২৪, ০০:০০
গাজায় হেপাটাইটিসে আক্রান্ত ৭০ হাজারের বেশি মানুষ

অবরুদ্ধ গাজা উপত্যকায় হেপাটাইটিসে আক্রান্ত হয়েছেন ৭০ হাজারের বেশি মানুষ। গাজার হাজারও মানুষ বারবার বাস্তুচু্যত হওয়ায় এত বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। তথ্যসূত্র : আল-জাজিরা

গাজার সরকারি সংবাদমাধ্যমের কার্যালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকার বিভিন্ন অংশে বাস্তুচু্যত হওয়ার কারণে কমপক্ষে ৭১ হাজার ৩৩৮ জন হেপাটাইটিসে আক্রান্ত হয়েছেন।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাস্তুচু্যত পরিস্থিতির কারণে এখন পর্যন্ত ১৭ লাখের বেশি মানুষ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে।

ইসরাইলি বাহিনী প্রয়োজনীয় ওষুধ সরবরাহে বাধা দেওয়ায় গাজায় দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত প্রায় সাড়ে তিন লাখ মানুষ বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছেন।

উলেস্নখ্য, ৯ মাস ধরে ইসরাইলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। আল-মাওয়াসি শরণার্থী শিবির থেকে খান ইউনিসের নাসের মেডিকেল কমপেস্নক্সে মৃত ও আহতদের তালিকা অন্তর্ভুক্তির কাজ চলছে। আল-জাজিরার 'ফ্যাক্ট-চেকিং এজেন্সি' সানাদ দ্বারা যাচাইকৃত ভিডিও ফুটেজে এ সময় হাসপাতালে হতাহতের ছড়াছড়ি দেখা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে