ভারতের পশ্চিমবঙ্গসহ সাত রাজ্যে ধাক্কা খেল বিজেপি

প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গসহ দেশটির সাত রাজ্যের ১৩টি বিধানসভা আসনের উপনির্বাচনে ধাক্কা খেল ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন জোট 'এনডিএ'। এর মধ্যে জেতা এবং এগিয়ে থাকার হিসাবে কংগ্রেস, তৃণমূল, আপ, ডিএমকেসহ বিরোধী জোট 'ইনডিয়া'র শরিকরা ১০টি আসন পেয়েছে। বিজেপি জিতেছে মাত্র দুটি আসনে। উলেস্নখ্য, পশ্চিমবঙ্গসহ সাত রাজ্যে বিধানসভা আসনের উপনির্বাচনের ভোট হয়েছিল গত বুধবার। শনিবার ভোটের ফল প্রকাশ করা হয়েছে। তথ্যসূত্র : এবিপি নিউজ পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলার উপনির্বাচনে জিতেছে তৃণমূল। অথচ ২০২১-এর নীলবাড়ির লড়াইয়ে এর মধ্যে প্রথম তিনটি ছিল বিজেপি দখলে। কিন্তু এবার দলটি একবারে শূন্যের কোটায় নেমে গেছে। পাশাপাশি আরও ছয়টি রাজ্যের যে ৯টি বিধানসভায় ভোট হয়েছিল, তার মধ্যে হিমাচলের হামিরপুরে বিজেপি জিতছে। স্বতন্ত্র প্রার্থী জিতেছেন বিহারের রুপৌলিতে। কংগ্রেস হিমাচলের দুটি আসনে জিতেছে। উত্তরাখন্ডের দুটি আসনেও জিতেছে তারা। পাঞ্জাবে একটি বিধান সভায় আম আদমি পার্টি এবং তামিলনাড়ুর একটিতে ডিএমকে জিতেছে। বিহারের রুপৌলি বিধানসভা উপনির্বাচনে তৃতীয় স্থানে রয়েছেন আরজেডি প্রার্থী। সেখানে এগিয়ে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউর প্রার্থী। দ্বিতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী।