শিশু হত্যা বেদনাদায়ক পুতিনকে মোদি

প্রকাশ | ১১ জুলাই ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনকে বলেছেন, নিষ্পাপ শিশুদের মৃতু্য খুবই বেদনাদায়ক। ইউক্রেনের রাজধানী কিইভের এক শিশু হাসপাতালে রাশিয়ার প্রাণঘাতী হামলার দিন মস্কো সফরে গিয়ে এ কথা বলেন মোদি। ইঙ্গিতপূর্ণ এ মন্তব্য করে মোদি পরোক্ষভাবে পুতিনকে ভর্ৎসনা করেছেন বলেই প্রতীয়মান হয়েছে। যদিও পুতিনের আমন্ত্রণে মোদির রাশিয়া সফরের উদ্দেশ্য দু'দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের গুরুত্ব বাড়ানো। ইউক্রেইন বলেছে, তারা শিশু হাসপাতাল থেকে রাশিয়ার একটি কেএইচ-১০১ ক্ষেপণাস্ত্রের টুকরো উদ্ধার করেছে। সোমবার রাশিয়ার হামলায় ইউক্রেইনজুড়ে কমপক্ষে ৪১ জন নিহত হয়। তবে রাশিয়ার দাবি, ইউক্রেইনের ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থাই হাসপাতালে আঘাত হানার জন্য দায়ী। রাশিয়া সফরকালে ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, 'যুদ্ধ, সংঘাত বা সন্ত্রাসবাদী হামলায় নিষ্পাপ শিশুদের প্রাণহানি খুবই বেদনাদায়ক। মানবতায় বিশ্বাস করা কোনো মানুষই এমন নৃশংস প্রাণহানি মেনে নিতে পারবে না। নিষ্পাপ শিশুদের হত্যা করা হলে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। সে ব্যথা খুবই ভয়াবহ।' তিনি আরও বলেন, যুদ্ধের মধ্য দিয়ে সংকটের কোনো সমাধান হওয়ার সম্ভাবনা নেই। তবে শান্তি ও সংলাপের মধ্য দিয়ে তা হতে পারে।