যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড় বেরিলের আঘাতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়েছে এবং ভয়াবহ বন্যাপরিস্থিতি তৈরি হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলে তান্ডব চালানোর পর মঙ্গলবার এটি ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ঘূর্ণিঝড় আঘাত হানার পর হিউস্টন এলাকায় লাখ লাখ মানুষ বিদু্যৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং প্রচন্ড গরমে লোকজন বিপর্যস্ত হয়ে পড়েন। প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে ?উঠেছে তীব্র গরম।
সোমবার ভোরের দিকে মেক্সিকো উপসাগর থেকে টেক্সাসে প্রবেশ করে ঘূর্ণিঝড় বেরিল। সে সময় এই ঝড়কে ক্যাটাগরি ১ হারিকেন হিসেবে উলেস্নখ করা হয়। টেক্সাস অঙ্গরাজ্যে শক্তিশালী এই ঝড়ের আঘাতে অন্তত ৭ জন প্রাণ হারিয়েছে। এ ছাড়া প্রতিবেশী লুইসিয়ানাতে আরও একজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।