টেক্সাসে ক্রান্তীয় ঝড় বেরিলে নিহত ৩
প্রকাশ | ১০ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
আমেরিকার টেক্সাসে ক্রান্তীয় ঝড় 'বেরিল'র তান্ডবে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং ২৭ লাখের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদু্যৎবিহীন হয়ে পড়েছে।
আটলান্টিক মহাসাগরে সৃষ্ট অতি শক্তিশালী হারিকেন বেরিল ক্যারিবীয় অঞ্চল ও মেক্সিকোর পূর্ব উপকূলে ধ্বংসযজ্ঞ চালানোর পর এখন দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ের রূপ নিয়েছে।
সোমবার মেক্সিকো উপসাগর থেকে উত্তর-পূর্ব দিকে এগিয়ে ঝড়টি টেক্সাস উপকূলের ম্যাটাগোর্ডা শহরে আঘাত হানে। এ সময় শহরটির ওপর দিয়ে তীব্র ঝড় বয়ে যায় ও প্রবল বৃষ্টি হয়। এতে ওই উপকূলের তেলবন্দরগুলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়, আর এক হাজার তিনশ'টির বেশি ফ্লাইট বাতিল হয়।
আমেরিকার 'ন্যাশনাল হারিকেন সেন্টার' (এনএইচসি) জানিয়েছে, এক সময়ের পাঁচ মাত্রার হারিকেনটি ম্যাটাগোর্ডা শহরে প্রচুর বৃষ্টি ঝরিয়ে আরও দুর্বল হয়ে টেক্সাসের হিউস্টন এলাকার দিকে এগিয়ে যাচ্ছে। এর প্রভাবে টেক্সাস, লুইজিয়ানা ও আরকানসাসে টর্নেডো তৈরি হতে পারে। তথ্যসূত্র : রয়টার্স