রুশ বাহিনীতে নিযুক্ত ভারতীয়দের ফিরিয়ে দেবেন পুতিন
প্রকাশ | ১০ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বাস দিয়েছেন, রুশ সেনাবাহিনীতে নিযুক্ত ভারতীয়দের ফিরিয়ে দেবেন তিনি। দুই দিনের সফরে রাশিয়ায় গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার রাতে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার নৈশভোজ ছিল। সেখানেই রুশ সেনাবাহিনী থেকে ভারতীয়দের ছাড়তে অনুরোধ করেন মোদি। এরপরই রুশ সেনাবাহিনীতে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রেমলিন। এটাকে ভারতের জন্য বড় একটি কূটনৈতিক জয় হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস
ইউক্রেনে চলমান যুদ্ধে লড়াই করার জন্য গত কয়েক মাসে বহু দেশ থেকেই তরুণদের নিজেদের সেনাবাহিনীতে নিয়োগ দিয়েছে রাশিয়া। এর মধ্যে প্রচুর ভারতীয়ও আছে। তাদের অনেককেই কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রম্নতি দিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়। পরে সেখানে সেনাবাহিনী নিয়োগ দিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে বেশ কয়েকজন ভারতীয়র মৃতু্যও হয়েছে। এছাড়া অনেক ভারতীয় নাগরিক সেখানে আটকা পড়ে আছেন।
পুতিনের সঙ্গে এ বিষয়ে খোলাখুলি কথা বলেছেন মোদি। রুশ সেনাবাহিনীতে থাকা ভারতীয়দের অব্যাহতি দিয়ে তাদের দেশে ফেরানোর দাবি জানান তিনি। তাতে সারা দিয়েছে ক্রেমলিন।