রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১
ভারতের উত্তরপ্রদেশ

যোগীরাজ্যে দলিত 'মোহভঙ্গ'র কারণ খুঁজছে বিজেপি

যাযাদি ডেস্ক
  ১০ জুলাই ২০২৪, ০০:০০
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

ভারতের উত্তরপ্রদেশে বিজেপির প্রতি কেন দলিতদের 'মোহভঙ্গ' হলো, এর কারণ খুঁজতে চাইছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। দলের সাংগঠনিক সম্পাদক বিএল সন্তোষ শনিবার রাজধানী লক্ষ্নৌ গিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অন্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। রোববার তিনি রাজ্য বিজেপির তফসিলি জাতি বিভাগের নেতাদের সঙ্গেও বৈঠক করেন। তথ্যসূত্র : এবপি নিউজ

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি-কংগ্রেসের জোটের তুলনায় এবার যে শুধু বিজেপির আসন কমেছে তাই নয়, দলিত বা তফসিলি জাতির জন্য সংরক্ষিত আসনেও বিজেপির শক্তি কমেছে। উত্তরপ্রদেশে তফসিলি জাতি বা এসসি-র সংরক্ষিত আসনের সংখ্যা ১৭টি। ২০১৪ সালের লোকসভায় বিজেপি এর সব কটি আসন জিতেছিল। ২০১৯ সালে জিতেছিল ১৪টি। এবার সেখানে বিজেপি মাত্র আটটি আসন জিতেছে।

বিজেপির এত দিনের দাবি ছিল, সাবেক মুখ্যমন্ত্রী ও বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর দলিত ভোটব্যাংকের মধ্যে তার নিজস্ব 'জাটভ' সম্প্রদায় ছাড়াও বাকি দলিত সম্প্রদায়ের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিচ্ছে। কিন্তু এবার নরেন্দ্র মোদি ৪০০ পার করে ক্ষমতায় এলে সংবিধান বদলে দেবেন বলে বিরোধীদের প্রচারে দলিতদের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বলে বিজেপি নেতারা মনে করছেন। সমাজবাদী পার্টি সংরক্ষিত লোকসভা কেন্দ্রের আটটি জিতে নিয়েছে। কংগ্রেস পেয়েছে একটি। এরপরই বিজেপির ভেতরে 'বিপদ ঘণ্টা' বেজে উঠেছে। বিজেপি মনে করছে, মায়াবতীর জাটভ সম্প্রদায়ের একাংশ এবার অখিলেশ যাদবকে ভোট দিয়েছেন। উত্তরপ্রদেশে যাদব ও জাটভ এক বাক্সে কখনো ভোট দিত না। অখিলেশ এবার সেই অসাধ্য সাধন করেছেন।

বিএল সন্তোষের সঙ্গে বৈঠকে বিজেপির দলিত নেতাদের পাশাপাশি দলিত সমাজের কিছু প্রতিনিধিকেও ডাকা হয়েছিল। বিজেপি সূত্রের খবর, দলিত নেতারা জানিয়েছেন, উত্তরপ্রদেশে সরকারি ক্ষেত্রের অনেক কাজ বেসরকারি সংস্থাকে দিয়ে করানো হচ্ছে। ফলে সরকারি ক্ষেত্রে কাজের সুযোগ কমে বেসরকারি খাতে কাজের সুযোগ বাড়ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে