ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির ওপর চটেছেন। তিনি বলেছেন, বিশ্বের জঘন্য অপরাধীকে আলিঙ্গন করেছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে ক্ষোভ ঝেরেছেন তিনি। জেলেনস্কি সোমবার মোদির মস্কো সফরকে 'বিশাল হতাশা ও শান্তি প্রচেষ্টার জন্য একটি ধ্বংসাত্মক আঘাত' হিসেবে সমালোচনা করেছেন। তথ্যসূত্র : গার্ডিয়ান, রয়টার্স
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মস্কোর বাইরে নভো-ওগারিওভোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের সঙ্গে দেখা করেন। একইদিন ৯০০ কিলোমিটার দূরে ইউক্রেনের শহরগুলোতে আঘাত হেনেছিল রুশ ক্ষেপণাস্ত্রগুলো। ওই হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত হন এবং আহত আরও ১৯০ জন।
প্রায় আড়াই বছর আগে ইউক্রেনে পুতিনের পূর্ণ মাত্রায় 'সামরিক অভিযান' শুরু করার পর এবার প্রথম রাশিয়া সফরে গেছেন। সোমবারের ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে, দুই নেতা আলিঙ্গন করছেন, চা পান করছেন, বৈদু্যতিক গাড়িতে চড়েছেন এবং একটি ঘোড়া শো দেখছেন।
জেলেনস্কি সোমবার এক্স-এর একটি পোস্টে লিখেছেন, 'বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতাকে এমন একটি দিনে মস্কোতে বিশ্বের সবচেয়ে রক্তাক্ত অপরাধীকে আলিঙ্গন করতে দেখাটা বিশাল হতাশা এবং শান্তি প্রচেষ্টার জন্য একটি বিধ্বংসী আঘাত।'
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালে রুশ সেনাদের হামলায় অন্তত ৩৭ জনের মৃতু্য হয়। সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ার চালানো সবচেয়ে ভয়াবহ হামলা এটি। রুশ বাহিনী যখন কিয়েভে এই ভয়াবহ হামলা চালিয়েছে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের সঙ্গে বৈঠক ও অন্যান্য কাজ করছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
যুদ্ধের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককে ভালোভাবে নেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মোদির কড়া সমালোচনা করে এক্সে একটি পোস্ট করেছেন তিনি। এতে তিনি পুতিনকে জঘন্য অপরাধী হিসেবে অভিহিত করেছেন। জেলেনস্কি দাবি করেছেন, পুতিনের সঙ্গে মোদির মতো নেতার বৈঠক শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
তিনি এক্সে লিখেছেন, 'আজ (সোমবার) ইউক্রেনে ৩৭ জনকে হত্যা করা হয়েছে। যার মধ্যে তিনজন শিশু। আহত হয়েছে ১৩ শিশুসহ আরও ১৭০ জন।