শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

কাশ্মীরে সংঘর্ষে ভারতীয় দুই সেনাসহ নিহত ১০

যাযাদি ডেস্ক
  ০৮ জুলাই ২০২৪, ০০:০০
কাশ্মীরে সংঘর্ষে ভারতীয় দুই সেনাসহ নিহত ১০

ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে পৃথক দুই বন্দুকযুদ্ধের ঘটনায় দেশটির সেনাবাহিনীর দুই সদস্যসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। জম্মু-কাশ্মীরের কুলগাম জেলায় শনিবার বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় প্রাণহানির এই ঘটনা ঘটে। তথ্যসূত্র : এনডিটিভি

কাশ্মীরের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা 'পিটিআই' বলেছে, কুলগামের দুটি গ্রামে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এ সময় অভিজাত প্যারা-কমান্ডোর এক সদস্যসহ দুই সেনা নিহত হয়। এছাড়া নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আট বিচ্ছিন্নতাবাদীও নিহত হয়েছে।

কুলগামের মোদেরগাম গ্রামে বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। ওই গ্রামের একটি বাড়ির কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে লুকিয়ে থাকা বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর নির্বিচার গুলি চালায়। এতে এক সেনা আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এছাড়া কুলগাম জেলার ফ্রিসাল চিন্নিগাম এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পৃথক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। ড্রোন ধারণ করা ভিডিওতে দেখা যায়, ওই এলাকার একটি বাড়িতে অন্তত চারজনের মরদেহ পড়ে আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে