শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ক্যালিফোর্নিয়ায় দাবানল আরও ছড়িয়েছে

যাযাদি ডেস্ক
  ০৭ জুলাই ২০২৪, ০০:০০
ক্যালিফোর্নিয়ায় দাবানল আরও ছড়িয়েছে

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে রেকর্ড তাপমাত্রায় দাবানল আরও ছড়িয়েছে। দমকল বাহিনী কয়েকটি পয়েন্টে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। তবে উত্তরাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

এদিকে, বিখ্যাত ইয়োসোমাইট জাতীয় উদ্যানের কাছে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। আমেরিকার পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যে শুক্রবার ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

লাখ লাখ আমেরিকান ৪ জুলাই স্বাধীনতা দিবস উপযাপন উপলক্ষে আতশবাজি প্রদর্শনের পরিপ্রেক্ষিতে সপ্তাহান্তে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়েছে।

পরিবেশ বিজ্ঞানীরা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমেরিকার পশ্চিমাঞ্চলে গত কয়েক দশক ধরে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। এর জন্য মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণতা দায়ী।

তথ্যসূত্র : এএফপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে