ইসরাইলি হামলায় এক দিনে পাঁচ সাংবাদিক নিহত গাজায়
প্রকাশ | ০৭ জুলাই ২০২৪, ০০:০০
ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় পাঁচ সাংবাদিকসহ ২৯ জন নিহত হয়েছেন। শনিবার গাজার সরকারি মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এক দিনে পাঁচ সাংবাদিকের মৃতু্যর মাধ্যমে গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা ১৫৮ জনে দাঁড়িয়েছে। তথ্যসূত্র : আনাদলু, আল-জাজিরা গাজার সরকারি মিডিয়া অফিস শুরু থেকে বলে আসছে, সংঘটিত অপরাধ যেন প্রকাশ না পায়, সেজন্য ইসরাইলি সেনারা ফিলিস্তিনি সাংবাদিকদের ওপর ইচ্ছাকৃত হামলা চালাচ্ছে। আমেরিকার নিউইয়র্কভিত্তিক এনজিও 'ইন্টারন্যাশনাল কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট' জানিয়েছে, ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত যত সংঘাত হয়েছে, তার মধ্যে 'গাজার যুদ্ধ সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী ছিল'। ওই বছর থেকে তারা সাংবাদিকদের হত্যার তথ্য নথিভুক্ত করা শুরু করে। ওয়াশিংটনভিত্তিক সংস্থা 'ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট' গত ফেব্রম্নয়ারিতে জানায় গত ৩০ বছরে সাংবাদিকদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সহিংসতা দেখা গেছে গাজার যুদ্ধে। সংস্থাটি সাংবাদিক হত্যা বন্ধে ইসরাইলকে আহ্বান জানায়। এছাড়া যেসব সাংবাদিক হামলায় নিহত হয়েছেন তাদের মৃতু্যর কারণ তদন্তেরও অনুরোধ জানিয়েছে তারা। দখলদার ইসরাইলি সেনাদের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি মানুষের মৃতু্য হয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এদিকে, উপত্যকার মাগাজি শরণার্থী শিবিরে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ ও কর্মসংস্থার (ইউএনআরডবিস্নউএ) একটি গুদামে ইসরাইলি বাহিনীর হামলায় সংস্থাটির এক কর্মীসহ দুজন নিহত হয়েছেন। মানবিক সংস্থার গুদামে কাজ করার সময় তিনি জাতিসংঘের জ্যাকেট পরেছিলেন। এরপরও তিনি হামলার শিকার হন। অন্যদিকে, ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) জানিয়েছে, খান ইউনিসের নাসের মেডিকেল কমপেস্নক্স এখন ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে এবং ইসরাইলের ক্রমবর্ধমান হামলার কারণে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার পরিচালক ফিলিপ লাজারিনি বলেন, গাজায় বেসামরিক লোকজনকে বাস্তুচু্যত হতে বাধ্য করা এবং সেখানে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে সেটা বন্ধ হওয়া উচিত।