সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান মস্কোর মিত্র : পুতিন

প্রকাশ | ০৬ জুলাই ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান মস্কোর 'মিত্র'। কারণ তারা আফগানিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে। তথ্যসূত্র : এএফপি কাজাখস্তানের রাজধানী আসতানায় এক সম্মেলনে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ২০০৩ সাল থেকে তালেবানকে রাশিয়ায় নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করা হলেও বছরের পর বছর ধরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে মস্কো। গত মাসে তালেবান সরকারের সঙ্গে 'সম্পর্ক গড়ে তুলতে' মস্কোর প্রতি নির্দেশ দেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, 'আমাদের অবশ্যই মেনে নিতে হবে, তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে। আর এই অর্থে তালেবান অবশ্যই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সহযোগী। কারণ যে কোনো কর্তৃপক্ষই তাদের শাসন করা দেশে স্থিতিশীলতার জন্য আগ্রহী।' দীর্ঘদিন ধরে আফগানিস্তানে প্রতিদ্বন্দ্বী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসানের (আইএস-কে) বিরুদ্ধে লড়াই করে আসছে তালেবান। গত মার্চে মস্কোর একটি কনসার্ট হলে সন্ত্রাসী হামলা চালিয়ে ১৪০ জনের বেশি মানুষকে হত্যা করে আইএসকের যোদ্ধারা। গত প্রায় দুই দশকের মধ্যে রাশিয়ায় সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনা ছিল এটি।