স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হলেন করবিন

প্রকাশ | ০৬ জুলাই ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
জেরেমি করবিন
যুক্তরাজ্যের সাবেক লেবার নেতা প্রবীণ বামপন্থি জেরেমি করবিন শুক্রবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে পার্লামেন্ট নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন। ইহুদি-বিদ্বেষ নিয়ে বক্তব্য রাখার কারণে তাকে দল থেকে বিচু্যত করা হয়। করবিন (৭৫) গত ৪০ বছরের বেশি সময় ধরে লন্ডনের উত্তরের আইলিংটন নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেছেন। তিনি প্রথমবারের মতো লেবার সম্পৃক্ততা ছাড়াই স্বাচ্ছন্দ্যে এই আসনে জয়ী হয়েছেন। বৃহস্পতিবারের ভোটের পর ক্ষমতায় ফিরে আসার পথে থাকা প্রধান বিরোধী লেবার পার্টির নেতৃত্বে ছিলেন তিনি। তবে ২০১৯ সালের শেষ নির্বাচনে কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলের কারণে তিনি নেতৃত্ব থেকে সরে দাঁড়ান। ২০২০ সাল থেকে করবিন পার্লামেন্টে স্বতন্ত্র সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করে আসছেন। এবারের নির্বাচনী প্রচারে তিনি ঘোষণা দিয়েছেন, সাম্য, গণতন্ত্র ও শান্তির পক্ষে তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন। নির্বাচনে জয়ের পর তার আসনের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে করবিন বলেন, তার এই জয়ের মাধ্যমে একটি 'বার্তা ধ্বনিত' হচ্ছে, এই আসনের মানুষ 'ভিন্ন কিছু চায়'। তথ্যসূত্র : এএফপি