ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে আরও তিনটি সেতু ভেঙে পড়েছে। বৃষ্টিতে বিপর্যস্ত এই রাজ্যে একের পর এক সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটছে। এ নিয়ে গত ১৫ দিনের মধ্যে রাজ্যটিতে মোট ৯টি সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটল। তথ্যসূত্র : এনডিটভি
বিহারে বুধবার অন্তত তিনটি সেতু বা কজওয়ে ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ৩০ থেকে ৮০ বছর আগে এই তিনটি কাঠামো তৈরি করেছিল যা অত্যন্ত পুরনো।
অবশ্য সিওয়ান ও সারান জেলায় বুধবার সেতু ভেঙে পড়ার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরজেডি নেতা তেজস্বী যাদব অভিযোগ করেছেন, এক দিনে চারটি সেতু ভেঙে পড়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ও তার ডেপুটিরা এ বিষয়ে নীরব রয়েছেন।
এমন অবস্থায় রাজ্যের সব পুরনো সেতুগুলো নিয়ে সমীক্ষা চালাতে এবং মেরামতের প্রয়োজন এমন সেতুগুলোকে অবিলম্বে চিহ্নিত করতে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যটির সড়ক নির্মাণ বিভাগ এবং গ্রামীণ পূর্ত বিভাগকে নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় লোকজনের ধারণা, গত কয়েকদিনের ভারী বর্ষণ এসব ছোট সেতু ভেঙে পড়ার কারণ হতে পারে।