ট্যাংক নিয়ে পালিয়ে রাশিয়ার নাগরিকত্ব পেলেন ইউক্রেন সেনা
প্রকাশ | ০৫ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ইউক্রেনের সেনাবাহিনীর সদস্য সাবেক এক ট্যাংক চালক পালিয়ে গিয়ে রাশিয়ার নাগরিকত্ব পেয়েছেন। ম্যাক্সিম লিখাচেভ নামের ওই ট্যাংক চালক ইউক্রেনের একটি টি-৬৪ ট্যাংক ছিনতাই করে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছিলেন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জানান দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) এক আইনপ্রণেতা। তথ্যসূত্র : তাস
ওই আইনপ্রণেতা জানান, ম্যাক্সিম লিখাচেভ রাশিয়ার পাসপোর্ট পেয়েছেন এবং তিনি বর্তমানে একজন রুশ নাগরিক।
ম্যাক্সিম লিখাচেভ মে মাসের শেষের দিকে একটি টি-৬৪ ট্যাংক ছিনতাই করে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করেছিলেন। তিনি লুহানস্ক পিপলস রিপাবলিকের ক্রাসনোডন শহর জন্মগ্রহণ করেছিলেন।
এদিকে, রাশিয়া সম্প্রতি ইউক্রেনে হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। এ অবস্থায় পশ্চিমারা আরও অত্যাধুনিক সমারাস্ত্র দিয়ে পাশে দাঁড়িয়েছে ইউক্রেনের।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ২ জুলাই ঘোষণা করেছে, তারা ইউক্রেনের জন্য নতুন করে ২৩০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ পাঠাতে যাচ্ছে।
আমেরিকা সফরত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমারভের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ঘোষণা দেন, আমেরিকা ২৩০ কোটি ডলারের বেশি অর্থের নিরাপত্তা সহায়তা দেবে ইউক্রেনকে।