শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

সিঙ্গাপুরে ধর্ষণ : জাপানিকে বেত্রাঘাতের রায়

যাযাদি ডেস্ক
  ০৫ জুলাই ২০২৪, ০০:০০
সিঙ্গাপুরে ধর্ষণ : জাপানিকে বেত্রাঘাতের রায়

বছর পাঁচেক আগে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের দায়ে এক জাপানিকে কারাদন্ডের পাশাপাশি বেত্রাঘাতের দন্ড দিয়েছেন সিঙ্গাপুরের একটি আদালত।

সিঙ্গাপুরে জাপানি দূতাবাস জানিয়েছে, সেখানে প্রথম কোনো জাপানি হিসেবে ৩৮ বছর বয়সি হেয়ারড্রেসার ইকো কিতা বেত্রাঘাতের মুখোমুখি হতে যাচ্ছে।

রায়ে ওই ব্যক্তিকে ২০ বার বেত্রাঘাত এবং সাড়ে ১৭ বছরের কারাদন্ড

দেওয়া হয়েছে।

বেত্রাঘাত নিয়ে বিতর্ক থাকলেও শারীরিক শাস্তি হিসেবে সিঙ্গাপুরে এর ব্যাপক প্রচলন আছে। সম্পদের ক্ষতি, দসু্যতা, মাদক চোরাচালানের মতো অপরাধে বেত্রাঘাতকে আবশ্যিক হিসেবে বিবেচনা করা হয়।

আদালতের নথি অনুযায়ী, ২০১৯ সালে রাতের নগরী হিসেবে পরিচিত ক্লার্ক কোয়েতে ভুক্তভোগীর সঙ্গে কিতার সাক্ষাৎ হয়েছিল। ভুক্তভোগীর তখন বয়স ছিল সবে ২০ বছর, ঘটনার আগে তিনি কিতাকে চিনতেনও না।

তথ্যসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে