ভারতে বায়ুদূষণ সাত শতাংশ মৃতু্যর কারণ
প্রকাশ | ০৫ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ভারতের ১০টি বড় শহরে মোট মৃতু্যর সাত শতাংশেরও বেশি বায়ুদূষণের সঙ্গে যুক্ত। বৃহস্পতিবার একটি বড় সমীক্ষা প্রতিবেদনে এ কথা উলেস্নখ করে গবেষকরা বছরে হাজার হাজার জীবন বাঁচাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
রাজধানী দিলিস্নসহ ধোঁয়ায় ভরা ভারতীয় শহরগুলো বিশ্বের সবচেয়ে খারাপ বায়ুদূষণে ভুগছে, যা বাসিন্দাদের ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে এবং স্বাস্থ্যের জন্য ক্রমবর্ধমান হুমকি তৈরি করছে, যা এখনো গবেষকরা প্রকাশ করছেন।
ভারতীয় নেতৃত্বাধীন গবেষক দলের নতুন গবেষণায় আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিলিস্ন, হায়দরাবাদ, কলকাতা, মুম্বাই, পুনে, সিমলা এবং বারানসি শহরে ক্যানসার সৃষ্টিকারী মাইক্রো পার্টিকেলগুলোর স্তরগুলো দেখেছে, যা পিএম দুই দশমিক পাঁচ শতাংশ দূষণকারী হিসেবে পরিচিত।
গবেষণায় বলা হয়, ২০০৮-২০১৯ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রামের সুপারিশের ওপর পিএম ২.৫ এক্সপোজারের জন্য বছরে ৩৩ হাজারের বেশি মৃতু্যর কারণ
হতে পারে।
'দ্য ল্যানসেট পস্নানেটারি হেলথ জার্নাল'র সমীক্ষা অনুসারে, এই বায়ুদূষণের কারণে বছরে সেই শহরগুলোতে রেকর্ডকৃত মৃতু্য ৭.২ শতাংশ দাঁড়াতে পারে।
ভারতের রাজধানী দিলিস্ন ছিল সবচেয়ে খারাপ, যেখানে বার্ষিক ১২ হাজার মৃতু্যর কারণ বায়ুদূষণ। যা মোট মৃতু্যর ১১ দশমিক পাঁচ শতাংশ।
কিন্তু এমন শহর যেখানে বায়ুদূষণকে ততটা খারাপ বলে মনে করা হয় না, যেমন মুম্বাই, কলকাতা এবং চেন্নাই। এসব সিটিতে উচ্চ মৃতু্যহার
পাওয়া গেছে।
তারা ভারতের বায়ু মানের মান সুরক্ষায় কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।
দেশটির বর্তমান সুপারিশ প্রতি ঘনমিটারে পিএম ২.৫ এর ৬০ মাইক্রোগ্রাম, যা ডাবিস্নউএইচও-এর নির্দেশিকাগুলোর চেয়ে চার গুণ বেশি।
হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণার সহ-লেখক জোয়েল শোয়ার্টজ বলেছেন, এই দূষণের মাত্রা কমালে 'প্রতিবছর কয়েক হাজার জীবন বাঁচাতে পারে।'
তথ্যসূত্র : এএফপি