দ্বিগুণ শক্তিশালী বোমা তৈরি করল ভারত

প্রকাশ | ০৩ জুলাই ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
ব্যাপক বিধ্বংসী ট্রাইনাইট্রোটলুইন (টিএনটি) বোমার চেয়েও দ্বিগুণ শক্তিশালী বোমা তৈরি করেছে ভারত। দেশটির নৌবাহিনী নতুন এই বিস্ফোরকের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন করেছে। 'সেবএক্স ২' নামের নতুন এই বিস্ফোরকটি ভারতের সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা। এটি তৈরি করেছে 'ইকোনমিক এক্সপেস্নাসিভ লিমিটেড'। 'সেবএক্স ২' বর্তমানে প্রচলিত যে কোনো কঠিন বিস্ফোরকের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও প্রাণঘাতী বোমা। ইকোনমিক এক্সপেস্নাসিভ লিমিটেড জানিয়েছে, বর্তমানে পারমাণবিক বোমা বাদে ভারতের হাতে সবচেয়ে শক্তিশালী যে বিস্ফোরকটি আছে, সেটি টিএনটির তুলনায় দেড় গুণ বেশি ধ্বংসাত্মক। বিশ্বে এই সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত শক্তিশালী বিস্ফোরকগুলো টিএনটির তুলনায় ১.২৫ থেকে ১.৩০ গুণ বেশি ধ্বংসাত্মক হয়ে থাকে। ভারতের নতুন 'সেবএক্স ২' বিস্ফোরকটি টিএনটির থেকে ২.০১ গুণ বেশি শক্তিশালী। বিশেষজ্ঞদের মতে, আর্টিলারি শেল এবং ওয়ারহেডে 'সেবএক্স ২'-কে যুক্ত করে সেগুলোকে আরও বেশি ধ্বংসাত্মক করে তোলা সম্ভব। ইকোনমিক এক্সপেস্নাসিভ লিমিটেড এ ধরনের আরও একটি বোমা তৈরির কাজ করছে। সেটি টিএনটির চেয়ে ২.৩ গুণ বেশি শক্তিশালী হতে চলেছে। 'সেবএক্স ২' ছাড়াও 'সিটবেক্স ১' নামক থার্মোবেরিক বিস্ফোরকেরও পরীক্ষা সম্পন্ন করেছে ভারতীয় নৌবাহিনী। 'সিটবেক্স ১' হলো ইকোনমিক এক্সপেস্নাজিভ লিমিটেডের তৈরি প্রথম থার্মোবেরিক বিস্ফোরক। তথ্যসূত্র : টাইমস অব ইনডিয়া