লোকসভা ভোটে দিলিস্নতে খারাপ ফলে আপ দায়ী :কংগ্রেস
প্রকাশ | ০২ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ভারতের লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে দেশটির বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। এরপরই তৃতীয় দফায় সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদি। আগের নির্বাচনগুলোর তুলনায় সর্বশেষ নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ভালো ফল করলেও দিলিস্নতে ভরাডুবির শিকার হয়েছে। দিলিস্নর সাতটি আসনের সবগুলোতে জয় পেয়েছে বিজেপি। আর এ নিয়ে দিলিস্নর ক্ষমতাসীন দল আম আদমি পার্টি (আপ)-কে দায়ী করেছে কংগ্রেস। যদিও উভয় দলই বিরোধী 'ইনডিয়া' জোটের অংশ। তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস
ভোটের খারাপ ফলের দায় চাপিয়ে কংগ্রেস কেজরিওয়ালের দল আম আদমি পার্টিকে অভিযুক্ত করায় জোটে ফাটল ধরল কিনা সেই প্রশ্নও উঠেছে।
কংগ্রেস ও আম আদমি পার্টি (আপ) 'ইনডিয়া' জোটের শরিক। কিন্তু লোকসভা নির্বাচনে কোনো কোনো রাজ্যে দল দুটি একসঙ্গে, আবার কোথাও কোথাও আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছে। সেই লোকসভা ভোটের ফল পর্যালোচনা করতে গিয়ে এবার আপের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস।
দিলিস্নতে আপ ও কংগ্রেস একে অপরের সঙ্গে আসন সমঝোতা করে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কিন্তু দিলিস্নর সাতটি আসনের একটিও পায়নি এই দুই দল।