রাহুল গান্ধীর 'হিন্দু' মন্তব্যের জেরে উত্তাল লোকসভা
প্রকাশ | ০২ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ভারতের লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর 'হিন্দু' মন্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে লোকসভা। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনার সময় সোমবার ক্ষমতাসীন বিজেপি জোটের সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, যারা নিজেদের হিন্দু বলেন, তারা কেবল হিংসার কথা বলেন, ঘৃণার কথা এবং অসত্য কথা বলেন। তথ্যসূত্র : এবিপি নিউজ
রাহুলের এই বক্তব্যের পরই লোকসভায় হইচই শুরু হয়ে যায়। বিজেপির এমপিরা রাহুলকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করেন।
এমনকি রাহুলের বক্তব্যের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে বলেন, গোটা হিন্দু সম্প্রদায়কে হিংসাশ্রয়ী বলা খুবই বিপজ্জনক।
রাহুল গান্ধী শিবের ছবি দেখিয়ে বলেন, 'আপনি যদি প্রভু শিবের ছবি দেখেন, তবে বুঝবেন হিন্দুরা কখনো ভয়, হিংসা ছড়াতে পারে না। কিন্তু বিজেপি সর্বক্ষণ ভয়, ঘৃণা ছড়িয়ে বেড়ায়।'
শিবের অভয়মুদ্রার সঙ্গে কংগ্রেসের নির্বাচনী প্রতীক হাতেরও যোগসূত্র টানেন রাহুল। একই সঙ্গে রায়বেরিলির কংগ্রেসের এই এমপি বলেন, মোদি, বিজেপি, আরএসএসই কেবল হিন্দু নয়। বক্তব্যের শুরুতেই রাহুল দাবি করেন, ভারত নামক ধারণার ওপরে আঘাত আসছে। এরপরই লোকসভায় হইচই শুরু হয়ে যায়।