শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান নিউইয়র্ক টাইমসের

  ৩০ জুন ২০২৪, ০০:০০
বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান নিউইয়র্ক টাইমসের

এদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে বেহাল দশার পর জো বাইডেনকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে 'নিউইয়র্ক টাইমস'র সম্পাদকীয় বোর্ড।

নিউইয়র্ক টাইমস সম্পাদকীয় বোর্ড শুক্রবার প্রকাশিত মতামতে লিখেছে, 'সর্বশ্রেষ্ঠ জনসেবা (বাইডেন) এখনই করতে পারেন, আর তা হচ্ছে তিনি পুনরায় নির্বাচন করবেন না সেই ঘোষণা দেওয়া।'

সম্পাদকীয় বোর্ড লিখেছে, 'প্রেসিডেন্ট বৃহস্পতিবার রাতে একজন মহান সরকারি কর্মচারীর ছায়া হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তিনি দ্বিতীয় মেয়াদে কী অর্জন করবেন তা ব্যাখ্যা করার জন্য তিনি চেষ্টা করেছিলেন। তিনি (ট্রাম্পের) উসকানিতে সাড়া দেওয়ার চেষ্টা করেছিলেন। তিনি মিথ্যা, ব্যর্থতা ও শীতল পরিকল্পনার জন্য (ট্রাম্পকে) জবাবদিহি করার প্রাণান্তকর চেষ্টা করেছিলেন। একাধিকবার তিনি একটি বাক্য শেষ করতে পারেননি। বাইডেন চার বছর আগে সেই লোকটি নন।'

সংবাদপত্রটির সম্পাদকীয় পর্ষদ বলছে, ডেমোক্রেট নেতৃত্ব এখন ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ের জন্য শক্ত এবং উদ্যোমী কাউকে খুঁজতে পারে। এক বিবৃতিতে সংবাদপত্রটি বলেছে, 'ট্রাম্প ও বাইডেনের যেসব ঘাটতি রয়েছে, তার মধ্যে থেকে একটিকে বেছে নিতে ভোটারদেরকে বাধ্য করে দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলার কোনো কারণ নেই। আমেরিকানরা বাইডেনের বয়স ও দুর্বলতাকে উপেক্ষা করবে বা ছাড় দেবে, এমন আশা করাটাও বড় ধরনের জুয়া হয়ে যাবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে