শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

প্রবল বৃষ্টিতে ধসে পড়ল দিলিস্ন বিমানবন্দরের ছাদ, নিহত ১

যাযাদি ডেস্ক
  ২৯ জুন ২০২৪, ০০:০০
প্রবল বৃষ্টিতে ধসে পড়ল দিলিস্ন বিমানবন্দরের ছাদ, নিহত ১

প্রবল বৃষ্টির মধ্যে ভারতের রাজধানী দিলিস্নর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে টামির্নালের ছাদ ধসে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। শুক্রবার ভোরের দিকে বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের কিছু অংশ ভেঙে কয়েকটি গাড়ির ওপর পড়ে। তথ্যসূত্র : এনডিটিভি

দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ওই টার্মিনাল থেকে সব ধরনের বিমানের বহির্গমন এবং চেকইন কাউন্টারগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে এক নম্বর টার্মিনাল থেকে শুধু অভ্যন্তরীণ ফ্লাইটের কার্যক্রম চলবে।

দিলিস্নর ফায়ার সার্ভিস জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৫টায় ঘটা এই দুর্ঘটনায় কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কর্মকর্তারা বলছেন, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের ছাদের ছাউনি এবং কয়েকটি বিম ভেঙে পার্কিং অংশে থাকা যানবাহনের ওপর পড়লে হতাহতের ঘটনা ঘটে।

উদ্ধারকাজ চলার সময় একজন ব্যক্তিকে বিধ্বস্ত একটি গাড়ি থেকে বের করতে দেখা গেছে। একটি বিম পড়ে গাড়িটি বিধ্বস্ত হয়েছিল।

টানা দুইদিন ধরে প্রবল বৃষ্টি ঝরছে দিলিস্নতে। এই বৃষ্টি দিলিস্নর প্রচন্ড দাবদাহ প্রশমিত করলেও রাজধানীর অনেক এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বার্তা সংস্থা 'এএনআই'র এক্স অ্যাকাউন্টে পোস্ট করা ভিডিওতে বৃষ্টিতে পস্নাবিত দিলিস্নর বিভিন্ন রাস্তায় লম্বা যানজট দেখা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে