শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
ইউরোপীয় কাউন্সিল

ফের উরসুলাতেই আস্থা ইইউ নেতাদের

যাযাদি ডেস্ক
  ২৯ জুন ২০২৪, ০০:০০
উরসুলা ভন ডেয়ার লাইয়েন

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে উরসুলা ভন ডেয়ার লাইয়েনের বিষয়ে গত মঙ্গলবারই ইইউ দেশগুলোর নেতারা এই বিষয়ে সমঝোতায় পৌঁছেছিলেন। বৃহস্পতিবার রাতে শীর্ষ বৈঠকে আনুষ্ঠানিকভাবে নেতারা বিষয়টি নিয়ে একমত হলেন। এছাড়া পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী কোস্টা ইউরোপীয় কাউন্সিলের চেয়ারম্যান এবং এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাস পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান হচ্ছেন।

আগামী মাসে ইইউ পার্লামেন্টে এই তিন নেতার মনোনয়ন নিয়ে ভোটাভুটি হবে। উরসুলা, কোস্টা ও কালাসকে পার্লামেন্টের নবনির্বাচিত সদস্যের সংখ্যাগরিষ্ঠের ভোটে জিততে হবে।

এদিকে উরসুলা ভন ডেয়ার লাইয়েন ইইউ নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, 'দ্বিতীয়বারের জন্য আমার ওপর আস্থা রাখায় আমি নেতাদের প্রতি কৃতজ্ঞ। আমি এই মুহূর্তটা বন্ধু কোস্টা ও কালাসের সঙ্গে শেয়ার করতে পেরে আনন্দিত।'

তবে ইতালির প্রধানমন্ত্রী মেলোনিও জানিয়েছেন, ভোটদাতাদের ইচ্ছাকে অবহেলা করা হয়েছে। তথ্যসূত্র : এএফপি, রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে