একটি মাল্টিওয়ারহেড ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে বলে দাবি করেছে উত্তর কোরিয়া। এটি একটি অত্যাধুনিক অস্ত্র। এটি আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে চ্যালেঞ্জ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে দক্ষিণ কোরিয়া এবং জাপান দাবি করেছিল যে, উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়নি। তথ্যসূত্র : রয়টার্স
উত্তর কোরিয়ার বার্তা সংস্থা 'কেসিএনএ' জানিয়েছে, পিয়ংইয়ং বুধবার স্বতন্ত্র মোবাইল ওয়ারহেডের সফলভাবে পরীক্ষা সম্পন্ন করেছে। ওয়ারহেডগুলো তিনটি স্থানে লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হেনেছে এবং ক্ষেপণাস্ত্র থেকে পৃথক হওয়া একটি অংশ রেডারের মাধ্যমে যাচাই করা হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, এমআইআরভি সক্ষমতাকে সুরক্ষিত রাখার উদ্দেশেই ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। দেশের সামরিক খাতকে আরও উন্নত করতে চান সর্বোচ্চ নেতা কিম জং-উন। সে কারণে নিজেদের অস্ত্র ভান্ডার আরও সমৃদ্ধ করছে উত্তর কোরিয়া।
এদিকে, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন সামরিক বাহিনী এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, কেসিএনএর প্রতিবেদনে যেভাবে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সেরকম হয়নি। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের শুরুতেই বিধ্বস্ত হয়েছে।
এর আগে দক্ষিণ কোরিয়া জানায়, উত্তর কোরিয়া বুধবার সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।