শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

যুক্তরাজ্যে নির্বাচন নিয়ে বাজি :সমর্থন হারালেন দুই প্রার্থী

যাযাদি ডেস্ক
  ২৭ জুন ২০২৪, ০০:০০
যুক্তরাজ্যে নির্বাচন নিয়ে বাজি :সমর্থন হারালেন দুই প্রার্থী

যুক্তরাজ্যের নির্বাচনের সময় নিয়ে বাজি ধরে তদন্তের মুখে পড়া দুই কনজারভেটিভ প্রার্থীর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে দল।

মঙ্গলবার কনজারভেটিভ দলের মুখপাত্র বলেছেন, 'চলমান অভ্যন্তরীণ তদন্তের ফলের পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আর পার্লামেন্টের প্রার্থী হিসেবে আসন্ন সাধারণ নির্বাচনে ক্রেইগ উইলিয়ামস কিংবা লরা সন্ডার্সকে সমর্থন দিতে পারছি না।'

যুক্তরাজ্যের নির্বাচন নিয়ে কনজারভেটিভ পার্টির সদস্যরা বাজি ধরেছেন এমন অভিযোগে দুইদিন আগেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেছিলেন, কেউ এমনটি করে থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

যুক্তরাজ্য নির্বাচন নিয়ে কারও বাজি ধরা বা জুয়ায় লিপ্ত হওয়ার বিরুদ্ধে আইনও আছে। প্রধানমন্ত্রী সুনাকের ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে এমন অভিযোগে তদন্ত হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে