শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

দুই রুশ কর্মকর্তার বিরুদ্ধে আইসিসি'র গ্রেপ্তারি পরোয়ানা

যাযাদি ডেস্ক
  ২৭ জুন ২০২৪, ০০:০০
দুই রুশ কর্মকর্তার বিরুদ্ধে আইসিসি'র গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) রাশিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং নেতৃস্থানীয় রুশ জেনারেল ভ্যালেরি গেরাসিমভের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

ইউক্রেইন অভিযানে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার আদালত বলেছে, শোইগু এবং গেরাসিমভ দুজনই দুটি যুদ্ধাপরাধের জন্য দায়ী।

বেসামরিক বিভিন্ন নিশানায় হামলা পরিচালনা করে ওইসব লক্ষবস্তুসহ বেসামরিক নাগরিকদের চরম ক্ষয়ক্ষতি ডেকে এনেছেন তারা। তাছাড়া মানবতার বিরুদ্ধেও তারা অপরাধ করেছেন বলে অভিযোগ আছে। ২০২২ সালের অক্টোবর থেকে অন্তত ২০২৩ সালের মার্চ পর্যন্ত ইউক্রেইনের বহু বৈদু্যতিক শক্তি কেন্দ্র এবং সাব-স্টেশনে রুশবাহিনী হামলা চালিয়ে এসব অপরাধ করেছে বলে জানিয়েছে আইসিসি। শোইগু বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি এবং গেরাসিমভ রাশিয়ার সামরিক বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে