'দরকারের সময় পাশে ছিলেন'
রায়বেরিলির এমপি হয়ে রাহুলের চিঠি ওয়েনাড়বাসীদের
প্রকাশ | ২৫ জুন ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
দরকারের সময় পাশে ছিলেন কেরালার ওয়েনাড়বাসী। 'সুরক্ষা ও ভালোবাসা' দিয়েছেন। ভারতের কেরালার ওয়েনাড় লোকসভা আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর সেখানকার মানুষজনকে রোববার চিঠি দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এমপি হিসেবে শপথের আগের দিন চিঠিতে তিনি জানান, ওয়েনাড় আসনটি ছাড়ছেন বলে দুঃখিত। তবে সান্ত্বনা একটাই, ওই আসনে লড়তে চলেছেন তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনাড়বাসী সুযোগ দিলে তিনি ভালো কাজ করবেন বলে নিশ্চিত ভাই রাহুল। তথ্যসূত্র : ইনডিয়ান এক্সপ্রেস
এবারের লোকসভা নির্বাচনে ওয়েনাড় এবং পরে রায়বেরিলি থেকে লড়েছিলেন রাহুল। দুটি আসনেই জয়ী হয়েছেন তিনি। যদিও শেষ পর্যন্ত ১৭ জুন মা সোনিয়া গান্ধীর ছেড়ে যাওয়া রায়বেরিলি আসনটি রেখে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তার ছেড়ে যাওয়া রায়বেরিলি আসনে লড়তে চলেছেন বোন প্রিয়াঙ্কা।
রাহুল লিখেছেন, 'আমার কাছে আরও একটা সান্ত্বনা হলো, রায়বেরিলির লোকজন আমার পরিবারের মতো। তাদের সঙ্গে একটি বন্ধন রয়েছে। আপনাদের এবং রায়বেরিলির মানুষের কাছে আমার অঙ্গীকার হলো, দেশে যে হিংসা ও ঘৃণা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে লড়াই।' ওয়েনাড়বাসীকে কীভাবে ধন্যবাদ জানাবেন, তা অজানা বলেও চিঠিতে লিখেছেন রাহুল। যখন তার সবচেয়ে বেশি দরকার ছিল, তখনই এখানকার মানুষজন 'ভালোবাসা এবং সুরক্ষা' দিয়েছে। তাই ওয়েনাড়বাসী তার পরিবারেরই অংশ। প্রত্যেক মানুষের পাশে থাকার প্রতিশ্রম্নতি দিয়েছেন রাহুল।
রায়বেরিলিতে এবার রেকর্ড ভোটে জয়ী হয়েছেন রাহুল। এই আসনে ২০১৯ সাল পর্যন্ত এমপি ছিলেন সোনিয়া। তারও আগে রায়বেরিলি থেকে কংগ্রেসের এমপি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তবে কংগ্রেসের এই পুরনো ঘাঁটিতে রাহুল এ বছর পেয়েছেন মা সোনিয়ার চেয়েও বেশি ভোট। বিজেপির প্রার্থীকে হারিয়েছেন প্রায় চার লাখ ভোটে।