ক্রিমিয়ায় হামলা আমেরিকাকে দোষারোপ করে জবাবের হুমকি রাশিয়ার
প্রকাশ | ২৫ জুন ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
ক্রিমিয়া উপদ্বীপের সেভাস্তোপোলে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা এবং হতাহতের ঘটনার জন্য আমেরিকাকে দোষারোপ করে এর পরিণতি ভোগ করার হুমকি দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেন যে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়েছে সেগুলো আমেরিকার সরবরাহ করা 'এটিএসিএমএস' ক্ষেপণাস্ত্র। মার্কিন বিশেষজ্ঞরা এসব ক্ষেপণাস্ত্র উড্ডয়নের গতিপথ নির্ধারণ করে দিয়েছেন। তথ্যসূত্র : বিবিসি
গত রোববার সেভাস্তোপোলে ওই হামলা হয়। এতে দুই শিশুসহ চারজন নিহত এবং প্রায় ১৫০ জন আহত হন। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ গিয়ে পড়েছিল কাছের একটি সৈকতে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়েছেন এবং আমেরিকার বিরুদ্ধে রাশিয়ার শিশুদেরকে হত্যার অভিযোগ করেছেন। তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের মন্তব্যের দিকে ইঙ্গিত করেন, যিনি (পুতিন) সম্প্রতি এক মন্তব্যে বলেছেন, ইউক্রেনে অস্ত্র সরবরাহ করা দেশগুলোকে হামলার নিশানা করবে রাশিয়া।
রাশিয়া বলছে, ক্রিমিয়ায় রোববার ইউক্রেইনীয় বাহিনীর হামলায় আমেরিকার সরবরাহ করা গুচ্ছবোমা ওয়ারহেডযুক্ত পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সেগুলোর ধ্বংসাবশেষ পড়েই ঘটেছে হতাহতের ঘটনা।
ইউক্রেনকে একবছরের বেশি সময় ধরে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র সরবরাহ করে আসছে আমেরিকা। লকহিড মার্টিনের তৈরি এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ইউক্রেনীয় বাহিনী ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে পারে।
রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিজেদের ভূখন্ডের সঙ্গে সংযুক্ত করে নিয়েছে। সে কারণে উপদ্বীপটিকে রাশিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয় না বেশিরভাগ দেশ। ফলে রাশিয়ার মাটিতে ইউক্রেনের মার্কিন অস্ত্র হামলা না চালানোর আমেরিকার শর্তের আওতায় পড়ে না এই উপদ্বীপ।
তবে রুশ প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেছেন, হামলায় আমেরিকা সরাসরি জড়িত। যার ফলে রাশিয়ার নাগরিকরা মারা গেছে। এর পরিণতি ভোগ করতেই হবে তাদেরকে। সেই পরিণতি কী হবে, সময়ই তা বলে দেবে।