শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

ওয়ানএমডিবি তহবিলের অর্থ ফেরত আমেরিকার

যাযাদি ডেস্ক
  ১৫ জুন ২০২৪, ০০:০০
ওয়ানএমডিবি তহবিলের অর্থ ফেরত আমেরিকার

কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রীয় তহবিল ওয়ানএমডিবি মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের উদ্ধারকৃত সম্পদের মধ্য থেকে আরও ১৫ কোটি ৬০ লাখ ডলার মালয়েশিয়াকে ফেরত দিয়েছে মার্কিন সরকার। এ পর্যন্ত মোট ১৪০ কোটি ডলার ফেরত দেওয়া হলো বলে কুয়ালালামপুরে মার্কিন দূতাবাস থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, এখন পর্যন্ত কর্তৃপক্ষ ওয়ানএমডিবি থেকে মালয়েশিয়ায় আত্মসাৎকৃত প্রায় ১৪০ কোটি ডলার উদ্ধার করতে পেরেছে।

মার্কিন রাষ্ট্রদূত এডগার্ড ডি কাগান এক বিবৃতিতে বলেন, 'এই বিপুল পরিমাণ অর্থ মালয়েশিয়ার জনগণের কাছে ফিরে যাচ্ছে। এ অর্থ মালয়েশিয়ানদের জীবনযাত্রার উন্নতির জন্য ব্যবহার করা যেতে পারে।'

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। মালয়েশিয়া ও মার্কিন তদন্তকারীদের হিসাব অনুযায়ী, ২০০৯ সালে ওয়ানএমডিবি প্রতিষ্ঠার পর থেকে ৪৫০ কোটি ডলার হাতিয়ে নেওয়া হয়েছে। এই কেলেঙ্কারির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক, গোল্ডম্যান স্যাকসের কর্মী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে