শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

কঙ্গোতে নৌকাডুবে ৮০ জনের বেশি নিহত

যাযাদি ডেস্ক
  ১৪ জুন ২০২৪, ০০:০০
কঙ্গোতে নৌকাডুবে ৮০ জনের বেশি নিহত

আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের মাই-এনডোম্বে প্রদেশে নৌকাডুবির ঘটনায় ৮০ জনের বেশি মানুষের মৃতু্য হয়েছে। বুধবার প্রদেশের মুশি শহর থেকে ৭০ কিলোমিটার (৪৪ মাইল) দূরে কোয়া নদীতে এ ঘটনা ঘটে। ঘটনাটি তদন্তের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি।

এক 'এক্স' বার্তায় প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এই দুর্ভাগ্যজনক ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে যাতে ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় আবার না ঘটে, তিনি সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার

পরামর্শ দিয়েছেন।

প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয়ভাবে তৈরি করা নৌকাটি গত সোমবার গভীর রাতে মাই-এনডোম্বে প্রদেশের কোয়া নদীতে ডুবে যায়। ডুবে যাওয়ার সময় নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন।

কঙ্গোর নৌপথে প্রায় এ ধরনের প্রাণঘাতী নৌকাডুবির ঘটনা ঘটে। দেশটির নৌপথে চলাচলকারী যানবাহনে সবসময়ই ধারণক্ষমতার বেশি যাত্রী পরিবহণ করা হয়। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে