ইসরাইলি বাহিনী ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে ফিলিস্তিনের রাফাহ শহরের আরও ভেতরে ঢুকে অভিযান শুরু করেছে। সেখানকার বাসিন্দারা বৃহস্পতিবার জানান, বিমান হামলা, রণতরী থেকে হামলার পাশাপাশি ইসরাইলি স্থল বাহিনীও একইসঙ্গে রাফায় হামলা চালাচ্ছে। তথ্যসূত্র : আরব নিউজ
এর ফলে গোটা গাজা এখন নরকে পরিণত হয়েছে। ইসরাইলি বাহিনীর বর্বরতায় জীবন বাঁচাতে বাড়িঘর ও তাঁবু ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা।
ইসরাইলি স্থল বাহিনী বুধবার থেকে রাফাহর আল-মাওয়াসি এলাকার দিকে অগ্রসর হতে থাকে। নির্বিচারে কামানের গোলা ছুড়ে অসহায় ও নিরস্ত্র ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিয়ে নৃশংস গণহত্যা চালাচ্ছে।
অথচ ইসরাইল আগে গাজার মধ্যে রাফাহর আল-মাওয়াসি এলাকাটিকে নিরাপদ জোন হিসেবে ঘোষণা করে সেখানে ফিলিস্তিনিদের সরে যেতে বলেছিল। সেখানে এখন হামলা শুরু করায় এক মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।
গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৭ হাজার ২০০। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৮৫ হাজার ফিলিস্তিনি।