শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে মরিয়া জেলেনস্কি সৌদির দ্বারস্থ

যাযাদি ডেস্ক
  ১৪ জুন ২০২৪, ০০:০০
রাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে মরিয়া জেলেনস্কি সৌদির দ্বারস্থ

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে মরিয়া ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মধ্যস্থতা করতে এবার সৌদি আরবের সহায়তা চাইতে গেছেন। জেলেনস্কি বুধবার সন্ধ্যায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। তবে, তাদের মধ্যে কী আলাপ হয়েছে তা উলেস্নখ করা হয়নি ওই বিবৃতিতে। তথ্যসূত্র : আনাদলু, আল-জাজিরা, রয়টার্স, বিবিসি

জেলেনস্কি বুধবার সকালে জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান সৌদিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত আনাতোলি পেত্রেনকো এবং কিয়েভে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আলি জিব্রিন। এ নিয়ে সম্প্রতি সৌদি যুবরাজের সঙ্গে দুইবার বৈঠক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনের ওপর রুশ হামলা জোরদার করায় বেশ চাপে আছেন জেলেনস্কি। ধারণা করা হচ্ছে, রাশিয়াকে সামলাতেই সৌদির দ্বারস্থ হচ্ছেন জেলেনস্কি। কারণ, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময় চুক্তির মধ্যস্থতা করেছে সৌদি আরব। মূলত, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি জানাতেই সৌদি গেছেন জেলেনস্কি।

উলেস্নখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রম্নয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর আগে আমেরিকাসহ পশ্চিমা জোটের সঙ্গে কৃষ্ণ সাগরে একাধিক মহড়ায় অংশ নেয় ইউক্রেন। এ ঘটনায় বেজায় চটে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন। ইউক্রেন খুব শিগগিরই ন্যাটোতে যোগ দেবে- এই আশঙ্কায় সামরিক অভিযান চালানো শুরু করে রাশিয়া।

আমেরিকার সহযোগিতায় গত বছরের আগস্টে সৌদি আরবের জেদ্দায় ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার আয়োজন করা হয়েছিল। ভারত, আমেরিকাসহ পশ্চিমা দেশ থেকে শুরু করে জাপান ও ইউক্রেনের প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন। কিন্তু সেই শান্তি আলোচনা পরে আর আলোর মুখ দেখেনি।

জেলেনস্কির নিজ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মভূমি ক্রিভি রিহ শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৯ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় এ শহরটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তে ধ্বংস হয়ে যায় সবকিছু। জেলেনস্কির জন্মভূমিতে চালানো এই হামলায় শিশুসহ প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস বলেছে, বুধবার একটি আবাসিক ভবনে চালানো হামলায় আহতদের মধ্যে অন্তত পাঁচটি শিশু রয়েছে। এর আগে, চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। খবরে আরও বলা হয়, ধ্বংসস্তূপে জরুরি পরিষেবা, পুলিশ ও স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজ করছেন। ঘটনাস্থলে শিকারি কুকুরও নিয়ে আসা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে