ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী কেরালার ওয়েনাড়ের এমপি পদ থেকে পদত্যাগ করে রায়বেরিলির এমপি হিসেবে লোকসভায় যেতে পারেন। এমনটাই জানা গেছে খবর কংগ্রেস সূত্রে। তবে রায়বেরিলি এবং ওয়েনাড়ের মধ্যে যে লোকসভা আসন তিনি ছেড়ে দেবেন, সেখানে উপনির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করা হতে পারে। রাহুল নিজেই ওয়েনাড়ে তেমন ইঙ্গিত দিয়েছেন বলে কংগ্রেস নেতারা মনে করছেন। তথ্যসূত্র : এবিপি নিউজ
ওয়েনাড়ে রাহুল বলেছেন, রায়বেরিলি না ওয়েনাড়- কোন্ আসনের এমপি থাকবেন, আর কোন্ আসন ছেড়ে দেবেন, তা নিয়ে তিনি উভয় সংকটে পড়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, 'কথা দিচ্ছি, আমি যে সিদ্ধান্তই নিই, এতে রায়বেরিলি ও ওয়েনাড়, দুই আসনের মানুষই খুশি হবেন।' কংগ্রেস নেতাদের মতে, রাহুলের এ কথা থেকেই স্পষ্ট, তিনি প্রিয়াঙ্কাকে ওয়েনাড়ে প্রার্থী করতে চাইছেন। তার বিরুদ্ধে ওয়েনাড় আসনে সিপিআইয়ের অ্যানি রাজা প্রার্থী ছিলেন। কংগ্রেসের একাংশের মতে, প্রিয়াঙ্কা উপনির্বাচনে প্রার্থী হলে সৌজন্যবশত বামফ্রন্ট ওয়েনাড়ে প্রার্থী না-ও দিতে পারে। কারণ, লোকসভা নির্বাচনের আগে সীতারাম ইয়েচুরি, ডি রাজারা প্রিয়াঙ্কাকে ভোটে প্রার্থী হতে বলেছিলেন।
উত্তরপ্রদেশের রায়বেরিলি ও কেরালার ওয়েনাড়- দুই আসন থেকেই এবার রাহুল ভোটে জিতেছেন। বোন প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে সোমবার তিনি রায়বেরিলির মানুষকে ধন্যবাদ জানাতে গিয়েছিলেন। সেখানে রায়বেরিলিতে পরিশ্রম করার জন্য প্রিয়াঙ্কাকে ধন্যবাদ জানিয়ে রাহুল বলেছিলেন, 'আমার একটা আইডিয়া আছে। সেটা আপনাদের পরে বলব।' আজ ওয়েনাড়ের ভোটারদের ধন্যবাদ জানাতে গিয়ে প্রথমে মলস্নপুরম, এরপরে ওয়েনাড়ে রাহুল বলেছেন, ওয়েনাড়ের মানুষের থেকে গত পাঁচ বছরে তিনি বিপুল ভালোবাসা পেয়েছেন। তাই রায়বেরিলি না ওয়েনাড়, তা নিয়ে উভয় সংকটে পড়েছেন। ওয়েনাড়ে কংগ্রেস সমর্থকরা রাহুলের জন্য 'আমাদের ছেড়ে যাবেন না' পোস্টার নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এতে এ কথাও লেখা ছিল, 'যদি যেতেই হয়, তা হলে আপনার বোন প্রিয়াঙ্কাকে আমাদের দেখাশোনা করতে বলুন'।
রায়বেরিলি না ওয়েনাড়- এই উভয় সংকট নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাহুলের কটাক্ষ, 'মুশকিল হলো, নরেন্দ্র মোদির মতো আমার হয়ে পরমাত্মা সব সিদ্ধান্ত নেন না। আমি সাধারণ মানুষ। আমার কাছে সাধারণ মানুষই ভগবান। মানুষের সঙ্গে কথা বলি। তারাই বলে দেন, কী করতে হবে।' একই সঙ্গে, তিনি হালকা চালে বলেছেন, 'সবাই আন্দাজ করছেন, ওয়েনাড় না রায়বেরিলি। আমি ছাড়া মনে হচ্ছে সবাই উত্তরটা জানেন।'