সুপেয় পানির অভাবে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ আকারে কলেরা ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক প্রধান ফিলিপ লাজ্জারিনি রোববার এই আশঙ্কার কথা জানান। তথ্যসূত্র : আরব নিউজ
গাজার শরণার্থীদের জন্য আর্থিক সহায়তা চাইতে বর্তমানে তিনি বার্লিনে অবস্থান করছেন। সেখানে তিনি বলেন, গাজার বাসিন্দারা প্রচন্ড স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। কারণ, ইসরাইল পানির পাইপলাইন বন্ধ করে দিয়েছে। ইসরাইলি সেনা অভিযানের ফলে গাড়িতে করে বাড়ি বাড়ি পানি পৌঁছানো সম্ভব হচ্ছে না। এ অবস্থায় বিশুদ্ধ পানির অভাবে নানা ধরনের রোগ-ব্যাধিতে ভুগছেন গাজার বাসিন্দারা।
ফিলিস্তিনের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের জানুয়ারিতে ইসরাইলের ভয়াবহ বোমা হামলায় গাজার পয়ঃনিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ফলে গাজায় ভয়াবহ পরিবেশ দূষণ হচ্ছে।
বৃষ্টির পানি ধরে রাখার জন্য গাজা সিটির সবচেয়ে বড় শেখ রেদোয়ান পুকুরটিও এখন পয়ঃবর্জ্যে দূষিত হয়ে গেছে। এক কথায় গাজায় এখন সুপেয় পানির খুবই অভাব। বাধ্য হয়ে সেখানকার বাসিন্দারা এখন দূষিত পানি পান করছেন বলে জানান ফিলিপ লাজ্জারিনি।