ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে একটি বাসে হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৩ জন। হতাহতরা সবাই হিন্দু তীর্থযাত্রী।
তীর্থযাত্রীদের নিয়ে বাসটি রোববার একটি মন্দির থেকে ফেরার পথে বন্দুকধারীদের হামলার মুখে পড়ে এবং এতে বাসটি খাদে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
কাশ্মীরে হিন্দু তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে বন্দুকধারীদের সন্দেহভাজন হামলার ঘটনায় বাসটি খাদে পড়ে যায় এবং এতে কমপক্ষে ৯ জন নিহত এবং আরও ৩৩ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
রোববার ভারত ও পাকিস্তানের বিরোধপূর্ণ এই অঞ্চলের দক্ষিণাঞ্চলীয় রিয়াসি শহরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। হামলার শিকার হওয়ার আগে বাসটি ওই এলাকার একটি মন্দির থেকে ফিরছিল।
রিয়াসি জেলার পুলিশ প্রধান বলেন, 'বন্দুকধারীরা বাসটিতে অতর্কিত হামলা চালায় এবং নির্বিচারে গুলি চালায়। পরে বাসটি একটি খাদে পড়ে যায়, যার ফলে ৯ তীর্থযাত্রীর মৃতু্য এবং আরও ৩৩ জন আহত হন।' তিনি আরও বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তথ্যসূত্র : আল-জাজিরা