শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
ইইউ নির্বাচন

কট্টর ডানপন্থিদের অগ্রগতি, ফ্রান্সে আগাম নির্বাচনের ডাক

পদত্যাগ করলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার
যাযাদি ডেস্ক
  ১১ জুন ২০২৪, ০০:০০
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থিদের অগ্রগতিতে হতাশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তিনি দেশে আগাম পার্লামেন্ট নির্বাচনের ডাক দিয়েছেন আর এতে ইউরোপের ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ অনিশ্চয়তার মুখে পড়েছে। রোববারের নির্বাচনে ৭২০ আসনের ইউরোপিয়ান পার্লামেন্টে মধ্যপন্থি, উদারপন্থি ও সমাজতান্ত্রিক দলগুলো সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার পথে থাকলেও এই ভোট নিজ দেশে ফ্রান্স ও জার্মানির নেতাদের জন্য ধাক্কা হয়ে এসেছে, এতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান শক্তিগুলো বস্নকটির নীতি কীভাবে পরিচালিত করবে, তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তথ্যসূত্র : বিবিসি, রয়টার্স

নিজের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টায় ঝুঁকি নিয়ে ম্যাখোঁ পার্লামেন্ট নির্বাচনের ডাক দিয়েছেন, যার প্রথম দফা ভোট ৩০ জুন গ্রহণ করা হবে।

ম্যাখোঁর মতো জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজও রোববার মানসিক যন্ত্রণার এক রাত কাটিয়েছেন, কারণ তার সোশ্যাল ডেমোক্রেটসরা ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে এ পর্যন্ত সবচেয়ে খারাপ ফল করেছে। জার্মানির মূলধারার রক্ষণশীল ও চরম ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) কাছে ধরাশায়ী হয়েছে তারা।

এদিকে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির অবস্থান আরও দৃঢ় হয়েছে, তার চরম রক্ষণশীল দল ব্রাদার্স অব ইতালি অধিকাংশ ভোট পাচ্ছে, ভোটের পরবর্তী জরিপে এমনটি দেখা গেছে।

ইউরোপীয় পার্লামেন্টের ভেতরে ডানপন্থিদের অবস্থান জোরালো হলে নিরাপত্তা চ্যালেঞ্জ, জলবায়ু পরিবর্তনের প্রভাব অথবা চীন ও আমেরিকার সঙ্গে শিল্প ক্ষেত্রে প্রতিযোগিতা নিয়ে নতুন আইন পাস করা কঠিন হয়ে উঠতে পারে।

তবে ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতা বৃদ্ধির বিরোধী জাতীয়তাবাদী দলগুলো কতটা প্রভাব অর্জন করতে পারবে, তা তাদের নিজেদের মধ্যকার পার্থক্য ঘুঁচিয়ে একসঙ্গে কাজ করার সামর্থ্যের ওপর নির্ভর করছে। বর্তমানে তারা পৃথক দুটি রাজনৈতিক পরিবারের মধ্যে বিভক্ত হয়ে আছে, আর কিছু দল ও আইনপ্রণেতা এই দলাদলির বাইরে অবস্থান করছেন।

নতুন পার্লামেন্টে মধ্য-ডানপন্থি ইউরোপিয়ান পিপলস পার্টি (ইপিপি) সবচেয়ে বড় রাজনৈতিক পরিবার হতে যাচ্ছে বলে ভোট পরবর্তী জরিপে দেখা গেছে। ইউরোপিয়ান কমিশনের বর্তমান প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লাইয়েন ইপিপির সদস্য। দ্বিতীয় মেয়াদে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট হতে চাওয়া লাইয়েনের জন্য এ রকম ফল ভালো সংবাদ হয়ে আসবে। জাতীয়তাবাদী দলগুলোর আরেকটি পরিবার হলো- ইউরোপিয়ান কনজারভেটিভ অ্যান্ড রিফরমিস্টস (ইসিআর)। ইতালির মেলোনির ব্রাদার্স অব ইতালি এই পরিবার ভুক্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে