দুই কোরিয়ার সীমান্তে ফের লাউডস্পিকার দিয়ে প্রচারণা চলবে
প্রকাশ | ১০ জুন ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
উত্তর কোরিয়া সীমান্তে লাউডস্পিকার দিয়ে প্রচারণা পুনরায় চালু করবে দক্ষিণ কোরিয়া। সিউলে পিয়ংইয়ং শতাধিক আবর্জনা ভর্তি বেলুন পাঠানোর পর এ সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় রোববার এক বিবৃতিতে বলেছে, 'আমরা আজ উত্তর কোরিয়ার বিরুদ্ধে লাউডস্পিকার স্থাপন করব এবং সম্প্রচার করব।' তথ্যসূত্র : রয়টার্স
উত্তর কোরিয়া কয়েকদিন আগে সীমান্তজুড়ে তিন শতাধিক আবর্জনা ভর্তি বেলুন পাঠিয়েছিল। এর জবাবে দক্ষিণ কোরিয়ার অধিকার কর্মীরা উত্তর কোরিয়ায় ইউএসবি স্টিকে কে-পপ এবং কে-ড্রামা বহনকারী বেলুন পাঠায়।
ভিডিওতে দেখা গেছে, বেলুনগুলো উত্তরের দিকে ভেসে যাচ্ছে, কোনোটায় বিশাল বিশাল পোস্টার লাগানো এবং বাকিগুলোতে ছোট পস্নাস্টিকের ব্যাগ লাগানো।
এসব প্যাকেটে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বিরুদ্ধে বিষোদ্গার করা দুই লাখ লিফলেট, দুই হাজারটি এক ডলারের নোট ছিল।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, তারা 'পাল্টা ব্যবস্থা' নিতে বাধ্য হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, 'যদিও আমরা যে ব্যবস্থা নিচ্ছি, তা উত্তর কোরিয়ার সরকারের জন্য কঠিন হতে পারে, তবে এসব পদক্ষেপ উত্তর কোরিয়ার সামরিক বাহিনী এবং নাগরিকদের কাছে আলো ও আশার বার্তা দেবে।'