শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

রাশিয়ার নতুন প্রজন্মের যুদ্ধবিমানে হামলার দাবি

যাযাদি ডেস্ক
  ১০ জুন ২০২৪, ০০:০০
রাশিয়ার নতুন প্রজন্মের যুদ্ধবিমানে হামলার দাবি

ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, প্রথমবারের মতো রাশিয়ার নতুন প্রজন্মের সুখই এসইউ-৫৭ যুদ্ধবিমানে হামলা চালিয়েছে তারা। রোববার ইউক্রেনীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এই দাবি করেছে। স্যাটেলাইটের ছবি প্রকাশ করে সংস্থাটি বলেছে, রাশিয়ার ঘাঁটিতে বিমানটিতে আঘাত করা হয়েছে। তথ্যসূত্র : রয়টার্স

এক 'টেলিগ্রাম' পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা এই দাবি করলেও কীভাবে এসইউ-৫৭ যুদ্ধবিমানে আঘাত করা হয়েছে বা ইউক্রেনীয় সেনাবাহিনীর কোন ইউনিট অভিযান পরিচালনা করেছে, তা বলা হয়নি।

রাশিয়ার একজন জনপ্রিয় সামরিক বস্নগার 'ফাইটার বম্বার' বলেছেন, এসইউ-৫৭ যুদ্ধবিমানে আঘাতের খবর সঠিক। একটি ড্রোন দিয়ে যুদ্ধবিমানটিতে আঘাত করা হয়েছে।

ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা বলেছে, যুদ্ধবিমানটি আখতুবিনস্ক বিমানঘাঁটিতে ছিল। রণক্ষেত্র থেকে তা ৫৮৯ কিলোমিটার দূরে। টেলিগ্রামে সংস্থাটি ছবি প্রকাশ করে বলেছে, ৭ জুন যুদ্ধবিমানটি অক্ষত ছিল। কিন্তু ৮ জুন তাতে বিস্ফোরণের ক্ষত রয়েছে।

উলেস্নখ্য, ইউক্রেনের খারকিভ অঞ্চলে ১০ মে নতুন করে হামলা করে মস্কো। প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সংকটের মধ্যেই আত্মরক্ষা জন্য লড়ে যাচ্ছে ইউক্রেন। এর মধ্যে রাশিয়ার যুদ্ধবিমানে হামলার খবর এলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে