শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

গাজা থেকে চার জিম্মিকে জীবিত উদ্ধার করেছে ইসরাইল

উদ্ধারের সময় ৯৩ জনকে হত্যা
যাযাদি ডেস্ক
  ০৯ জুন ২০২৪, ০০:০০
গাজা থেকে চার জিম্মিকে জীবিত উদ্ধার করেছে ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার মধ্যাঞ্চলীয় আল-নুসেইরাত শহরের দুটি পৃথক স্থান থেকে চার জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে। নুসেইরাত শরণার্থী শিবিরের দুটি ভবন থেকে এই চার জিম্মিকে উদ্ধার করার সময় অন্তত ৯৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা। যার মধ্যে শিশুও রয়েছে। গত বছরের ৭ অক্টোবর তাদের একটি গানের অনুষ্ঠান থেকে ধরে গাজায় নিয়ে গিয়েছিল হামাসের যোদ্ধারা। তথ্যসূত্র : আল-জাজিরা, বিবিসি

এই চারজনকে শনিবার দিনের বেলা চালানো 'জটিল' অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে দখলদার ইসরাইল। অভিযানটি চালিয়েছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী ও পুলিশের সদস্যরা।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই চার জিম্মিকে উদ্ধারের সময় ইসরাইলি বাহিনী যে হামলা চালায়, এতে বহু ফিলিস্তিনির মৃতু্য হয়। গাজার মূল কেন্দ্রে অবস্থিত আল-আকসা হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে এত মানুষ হতাহত হয়েছেন যে, তারা তাদের চিকিৎসা দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না।

এদিকে, বিশ্লেষকরা বলছেন, জিম্মিদের উদ্ধারে চালানো এই অভিযান ইসরাইলি সেনাবাহিনীর জন্য একটি সফল অভিযান হিসেবে গণ্য হবে না। কারণ উদ্ধার অভিযানে ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কিন্তু ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র অথবা ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে কোনো কথাই বলেননি।

এছাড়া জল, স্থল ও আকাশ থেকে চালানো এই হামলায় কতজন আহত হয়েছেন সেটিরও নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। অভিযানটিতে একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারও ব্যবহার করা হয়।

এক সাংবাদিকের মতে, চারজনকে উদ্ধার করতে গিয়ে যে কত দাম দিতে হয়েছে, সেটির কথা ইসরাইল কখনো বলবে না। কারণ তারা বিষয়টিকে একটি সাফল্য হিসেবে দেখাতে চাইছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে