শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

বিমান দুর্ঘটনায় নিহত নভোচারী অ্যান্ডার্স

যাযাদি ডেস্ক
  ০৯ জুন ২০২৪, ০০:০০
বিমান দুর্ঘটনায় নিহত নভোচারী অ্যান্ডার্স

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী উইলিয়াম অ্যান্ডার্স সান হুয়ান দ্বীপপুঞ্জে একটি বিমান দুর্ঘটনায় মারা গেছেন। তিনি ১৯৬৮ সালে অ্যাপোলো-৮ মহাকাশযানের সদস্য ছিলেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। শুক্রবার সন্ধ্যায় তার ছেলে গ্রেগরি অ্যান্ডার্স এই খবর নিশ্চিত করেছেন।

সান হুয়ান কাউন্টি শেরিফ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জোন্স দ্বীপের উপকূলে একটি বিমান বিধ্বস্ত হয়। স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাদের ডেসপ্যাচ সেন্টার একটি প্রাথমিক প্রতিবেদন পায়, যাতে বলা হয়- পুরনো মডেলের একটি বিমান উত্তর থেকে দক্ষিণে উড়ছিল, তারপর জোন্স আইল্যান্ডের উত্তর প্রান্তের কাছে পানিতে পড়ে

ডুবে যায়।

সান হুয়ান কাউন্টি শেরিফ এরিক পিটার এক ই-মেইলে বলেছেন, খবর পেয়ে মার্কিন ডুবুরি দল ঘটনাস্থলে বিধ্বস্ত বিমানটির অনুসন্ধান শুরু করে। ঘণ্টাখানেক অনুসন্ধানের পর অ্যান্ডার্সের মরদেহ উদ্ধার করা হয়।

সান হুয়ান দ্বীপপুঞ্জ সিয়াটল থেকে প্রায় ৯০ মাইল উত্তরে অবস্থিত।

উইলিয়াম অ্যান্ডার্সের জন্ম ১৯৩৩ সালের ১৭ অক্টোবর হংকংয়ে। ১৯৫৫ সালে তিনি আমেরিকার নেভাল অ্যাকাডেমি থেকে স্নাতকের পর নৌবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন।

মহাকাশযান থেকে অ্যান্ডার্স ১৯৬৮ সালের ক্রিসমাসের প্রাক্কালে অ্যাপোলো-৮ উড্ডয়নের সময় পৃথিবীর অগ্রভাগে চাঁদের পৃষ্ঠের একটি আইকনিক ছবি তুলেছিলেন, যার শিরোনাম ছিল 'আর্থরাইজ'। অ্যান্ডার্সের বিখ্যাত উক্তি, 'আমরা চাঁদ অন্বেষণ করতে এতদূর এসেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- আমরাই পৃথিবী আবিষ্কার করেছি।' তথ্যসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে