রোববার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

দিলিস্ন বিধানসভা ভোটে একাই লড়বে আপ

যাযাদি ডেস্ক
  ০৮ জুন ২০২৪, ০০:০০
দিলিস্ন বিধানসভা ভোটে একাই লড়বে আপ

দিলিস্নর বিধানসভা নির্বাচনে আর কংগ্রেসের সঙ্গে জোটে থাকবে না আম আদমি পার্টি (আপ)। অরবিন্দ কেজরিওয়ালের দল জানিয়ে দিল, 'ইনডিয়া' কেবল লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছিল। বিধানসভা নির্বাচনে রাজধানীতে পূর্ণ শক্তি নিয়েই লড়ার সিদ্ধান্ত নিয়েছে আপ। তথ্যসূত্র : এবিপি নিউজ

বৃহস্পতিবার কেজরির বাড়িতে আপের বিধায়ক এবং শীর্ষ নেতারা একটি বৈঠক করেন। সেখান থেকে বেরিয়ে মন্ত্রী গোপাল রাই সংবাদমাধ্যমকে জানান, বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসের সঙ্গে কোনো রকম জোটে থাকতে চান না। একাই লড়তে চান। তিনি বলেন, লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য বিজেপিবিরোধী জোট 'ইনডিয়া' গড়ে তোলা হয়েছিল। অনেক দল ওই জোটের শরিক হিসেবে একসঙ্গে নির্বাচনে লড়েছে। আপও তার অন্যতম অংশ ছিল। কিন্তু আপাতত দিলিস্নর বিধানসভা নির্বাচনে আপ কোনো জোটে নেই।

আপের সর্বময় নেতা তথা দিলিস্নর মুখ্যমন্ত্রী এই মুহূর্তে জেলবন্দি। লোকসভা নির্বাচনে 'প্রতিকূল' পরিস্থিতির মধ্যে তাদের লড়তে হয়েছে বলে দাবি করেন গোপাল। তিনি বলেন, 'আমাদের নেতা জেলে। আমরা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি। কেজরির গ্রেপ্তারিতে দলের কর্মী-সমর্থকরা ক্ষুব্ধ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে