ফিলিপাইনের অভিযোগ চীনা উপকূল রক্ষীরা বাধা দিয়েছে চিকিৎসায়

প্রকাশ | ০৮ জুন ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
দক্ষিণ চীন সাগরে সশস্ত্র বাহিনীর এক অসুস্থ সদস্যকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার চেষ্টায় চীনা উপকূল রক্ষীরা বাধ সেধেছে বলে অভিযোগ করেছে ফিলিপাইন। শুক্রবার ফিলিপিন্সের উপকূল রক্ষীরা এই অভিযোগ করে। চীনা উপকূল রক্ষীদের এমন কর্মকান্ডকে 'বর্বর ও অমানবিক' বলে বর্ণনা করেছে তারা। ঘটনাটি ঘটে গত মাসে। অসুস্থ ওই ব্যক্তি সেকেন্ড টমাস শোল দ্বীপে বিআরপি সিয়েরা মাদ্রে- জাহাজের পাহারায় নিযুক্ত নৌবাহিনীর একটি দলের সদস্য। এই দ্বীপে গত বছর চীন এবং ফিলিপাইনের মধ্যে বারবার সংঘাত হয়েছে। ফিলিপাইনের কোস্টগার্ডের মুখপাত্র জে টেরিয়েলা বলেন, উপকূলরক্ষী ও নৌবাহিনীর নৌকাগুলো চীনা জাহাজের হয়রানির শিকার হয়েছে। যদিও সেগুলো চিকিৎসা অভিযানে ছিল বলে তাদের জানানো হয়েছিল। এক বিবৃতিতে টরিয়েলা বলেন, 'চীনের উপকূল রক্ষীরা যে বর্বর এবং অমানবিক আচরণ দেখিয়েছে, আমাদের সমাজে এর কোনো স্থান নেই।' প্রায় গোটা দক্ষিণ চীন সাগরকে নিজেদের বলে দাবি করে চীন। এই সাগরপথে বছরে বার্ষিক তিন ট্রিলিয়ন ডলারের বেশি জাহাজ-বাণিজ্য হয়। চীন তার মূল ভূখন্ড থেকে এক হাজার কিলোমিটার দূর পর্যন্ত পাহারা দেওয়ার জন্য সেখানে শত শত উপকূল রক্ষী জাহাজ মোতায়েন করে রেখেছে। তথ্যসূত্র : রয়টার্স