পদত্যাগ করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক

প্রকাশ | ০৭ জুন ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক

ভারতের ওড়িশার মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন নবীন পট্টনায়েক। এর মধ্য দিয়ে টানা পাঁচ মেয়াদে ক্ষমতায় থাকা 'নবীনযুগের' অবসান ঘটেছে। বুধবার (৫ জুন) রাজ্যপাল রঘুবির দাসের কাছে পদত্যাগপত্র জমা দেন নবীন পট্টনায়েক। ওড়িশায় ১৪৭ আসনের মধ্যে গতবার নবীনের বিজেডি পেয়েছিল ১১৩ আসন এবং বিজেপি পেয়েছিল ২৩ আসন। তবে এবারের বিধানসভা ভোটে একেবারে উল্টে গেছে হিসাব। সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় ৭৪ অতিক্রম করে বিজেপি একাই পেয়েছে ৭৮ আসন এবং সেখানে বিজেডি পেয়েছে ৫১ আসন। তথ্যসূত্র : এবিপি নিউজ